মৃত্যু জাগো, জাগো মৃত চোখ, এই কৌতুক আর বহন কোরো না কোরো না। শাড়ির আঁচলে বেঁধে আর টেনে নিয়ে যেও না রাশি রাশি আলো এই মিথ্যে আর বহন কোরো না তুমি৷ বরং দু’দণ্ড ঘাস আমার কঠিন পা, ছেঁড়াখোড়া পা’দুটিকে একটু ছায়া দিও৷ ‘আর পারি না পারি না’ বলতে বলতে চা-কফি, হাসি ঠাট্টা, কেন আমাকেই পেরতে হবে এ আগুন, কেন আমাকেই আমাকেই নিয়ে ভাগ করবে, হেঁচড়ে টেনে ফালি ফালি করবে কেন আমারই শোক, কেন নিতান্ত সরল কারও ঘুমের পাশে শুয়ে মনে হবে কেন মনে হবে ওই ক’টা বই বয়ে নিয়ে আসা ছাড়া জগতে কোথাও কোনো কাজ ছিল না আমার?
দীপান্বিতার পেশা শিক্ষকতা। প্রকাশিত কবিতার বই ঝিমরাতের মনোলগ, একান্ন থানের নাও, পাশের উপগ্রহ থেকে, ইতি গন্ধপুষ্পে, হিমঝুরি, কুশের আংটি। ভালোবাসেন গান ও নাটক।
3 Responses
সুন্দর লিখেছিস রে দীপান্বিত! 🌻
সুন্দর লিখেছিস রে দীপান্বিতা 🌻
জানালে, খুব ভালো লাগল।