কবি তুমি বললে ভেবে,
“দিনগুলো সব সন্ধ্যেগামী“।
আমিও ভাবি একই কথা,
লাশকাটা ঘর দিব্যি জানে, সব পথিকই মৃত্যুকামী।
দিনটা পোড়ে ভেবে ভেবেই,
আমার কি আর ভাবতে মানা?
কবি তোমায় ছুঁলেই ভাবি,
আকাশ জুড়ে বাড়ছে ডানা!
ড. রূপক বর্ধন রায় GE Healthcare-এ বিজ্ঞানী হিসেবে কর্মরত। ফ্রান্সের নিস শহরে থাকেন। তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। বৈজ্ঞানিক হিসেবে কর্মসূত্রে যাতায়াত বিশ্বের বিভিন্ন প্রান্তে। লেখালিখির স্বভাব বহুদিনের। মূলত লেখেন বিজ্ঞান, ইতিহাস, ঘোরাঘুরি নিয়েই। এ ছাড়াও গানবাজনা, নোটাফিলি, নিউমিসম্যাটিক্সের মত একাধিক বিষয়ে আগ্রহ অসীম।