ওড়ার গন্ধে ম ম করছে তােমার ডানা
আমার সঙ্গে উড়তে গেলে বিপদ আছে
বসন্ত খুব পলাশ, তাকে রাখবে কোথায়?
কাছে এলেই হলকা। দূরে খুব ছোঁয়াচে।
হাত ঘুরিয়ে খুলছ খোঁপা; সন্ধে এল…
চুল সরালে। স্পষ্ট কামড়। টাটকা ক্ষত।
আমার সঙ্গে উড়বে? সাথে উড়বে ছি ছি…
লােকে বলবে– ঠকবে শেষে, ফাঁদে ফেলছে, অসঙ্গত
দুজন একা বসতে পারি পাশাপাশি
হয়তাে কথা হবে না ঠিক তেমন করে–
শিরশিরে এক নীরবতা। আনত চোখ।
শব্দ ছাড়াই শরীর থেকে শিউলি ঝরে
না-বলা সব কষ্ট আমার গােপন আলাে
পােড়ায় এবং পুড়তে থাকে গহন আঁচে…
সময় থাকতে পালাও তুমি পালাও মেয়ে
আমার সঙ্গে উড়তে গেলে বিপদ আছে।
*ছবি সৌজন্য: Artpal
সন্দীপন চক্রবর্তী কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিদ্যায় স্নাতকোত্তর। নব্বই দশকের মাঝামাঝি থেকেই নানা পত্রপত্রিকায় লেখা শুরু। গবেষণা করেছেন 'কৃত্তিবাস' পত্রিকার ইতিহাস নিয়ে, এ-বাংলার নব্বই দশকের কবিদের নাগরিক কাব্যভাষা নিয়ে। সম্পাদনা করেছেন 'পাঠকই কবিতা' পত্রিকা। এযাবৎ প্রকাশিত কবিতার বই 'জীয়নকাঠি মরণকাঠি', 'কারাই সময় নেই দাঁড়ানোর', 'বাতাসের দোষ নেই', 'শরণার্থী শব্দদল' ইত্যাদি। ২০১৯ সালে দেজ় থেকে প্রকাশিত হয় সন্দীপনের করা গুলজ়ারের উর্দু কাব্যগ্রন্থ 'মাশকুক নজ়মে'-র বাংলা ভাষান্তর 'সন্দেহজনক কবিতা'।