Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কবিতাগুচ্ছ

স্বর্ভানু সান্যাল

আগস্ট ২৪, ২০২১

Poetry of Emotions
Bookmark (0)
Please login to bookmark Close

বলো সমারোহ
ফুঁড়ে দিলে বল্লমের ফলা
কদর্য বিশ্রী সব ছলাকলা
দিয়ে দীন হৃদয় ভরালে
আমাকে রাখলে তুমি আমার আড়ালে

হাসো সমারোহ
খল খল হাসো
তোমার অগ্নিতে দগ্ধ কতশত অপূর্ণ হৃদয়
তোমারি তো হয়েছে আজ জয়
ক্রূর বাদ্যে নৃত্য করো অভুক্ত জঠরের মতো
যা কিছু নান্দনিক সুস্থ সংযত
লোভ আর স্পৃহা দিয়ে সবই লেপে দিলে
পৃথিবী ভাগাড় হবে, কুরে খাবে শকুনে ও চিলে

তোমার জন্য বিরাম রেখেছিলাম
সময় করে নিও
দুপুর বেলায় স্মৃতির ভেলায় ভাসো
যদি কখনও প্রিয়

তোমার জন্য শিশির রেখেছিলাম
ঘাসের সমাদরে
ভোরবেলাতে কুড়িয়ে নিও যদি
আমায় মনে পড়ে

তোমার জন্য শাপলা ফুলের ঘাটে
জলতরঙ্গে রেখেছি জলছাপ
সময় করে বোসো, শুনতে পাবে
তোমার আমার নিহত সংলাপ

আমার শঙ্খ চুপটি পড়ে আছে
ইচ্ছে হলে ফুঁ দিও কখনও
দেখবে কেমন মধুর সমারোহে
উঠবে বেজে তোমার কঙ্কণও

আমার শুধুই সন্ধ্যা। মুগ্ধ মরণ
এবার জোনাকি দেব আলোর বন্দিশে
চোখে মেঘ ভরে যায় অঝোর শ্রাবণ
সকল গানেতে যায় বিষণ্ণতা মিশে

মাটি থেকে কুড়িয়েছি পথিকের গান
এ ছাড়া কিছুই নেই আমার সঞ্চয়…
নিতে চাও নিও। আমার ভাসল শাম্পান-
নিকষ রাত্রি নামে। আলো অপচয়।

এই সব বিষণ্ণ বরণীয় গাথা
আমি ফেলে রেখে যাব পৃথিবীর ঘাসে
ধানের মড়াই আর গরুর বাথান
ভরে দেবে আগামীকে নবীন সুবাসে

আমি বীজ বুনে যাই বীজ বুনে রাখি
এ অরণ্য এ বীথির সুনম্র শরীরে
হয়তো কুড়িয়ে নেবে মুগ্ধ জোনাকি
নিয়ে যাবে লোকালয়ে, মানুষের ভিড়ে

 

*ছবি সৌজন্য: Pixabay

জন্ম ও বড় হওয়া কলকাতায়, বর্তমান ঠিকানা ইলিনয় শিকাগো। লেখালেখির অভ্য়েস দীর্ঘদিনের। প্রবাসের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। প্রকাশিত গল্প সংকলন 'যযাতির ঝুলি'।

Picture of স্বর্ভানু সান্যাল

স্বর্ভানু সান্যাল

জন্ম ও বড় হওয়া কলকাতায়, বর্তমান ঠিকানা ইলিনয় শিকাগো। লেখালেখির অভ্য়েস দীর্ঘদিনের। প্রবাসের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। প্রকাশিত গল্প সংকলন 'যযাতির ঝুলি'।
Picture of স্বর্ভানু সান্যাল

স্বর্ভানু সান্যাল

জন্ম ও বড় হওয়া কলকাতায়, বর্তমান ঠিকানা ইলিনয় শিকাগো। লেখালেখির অভ্য়েস দীর্ঘদিনের। প্রবাসের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। প্রকাশিত গল্প সংকলন 'যযাতির ঝুলি'।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস