(Poetry)
চেনা চেনা লাগছে
সবাইকে খুব চেনা চেনা লাগছে
কোথায় যেন দেখেছি!
মিছিলে?
এভাবেই এক-একটা দিন এক-একটা রাত
পেরিয়ে যাচ্ছে।
যা হচ্ছে ঠিক হচ্ছে না।
মাঝে মাঝে মনে হয় চিৎকার করে উঠি
খুব প্রতিবাদ করি।
তারপর কী যে হয়!
পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ি। (Poetry)


স্বপ্ন দেখি না
বহুদিন স্বপ্ন দেখি না।
চারদিকে এত রক্ত।
ভয় লাগে।
তাই আর স্বপ্ন দেখি না।
ঘুমন্ত দেশ, ঝুলন্ত দেহ।
দূর থেকে দেখে—
কৃষক অথবা কবি মনে হয়। (Poetry)
পলিটিক্স
আলো নিভিয়ে দাও
সমস্ত আলো নিভিয়ে দাও।
অন্ধকার হয়ে যাক।
জরাজীর্ণ কয়েকটা মুখ—
রক্তাক্ত হাত,
মৃতদেহ।
আমি এড়িয়ে যেতে চাই।
যেভাবে এতদিন নিজেকে এড়িয়ে গেছি। (Poetry)


The Wind Will Carry Us
মৃতদেহের ওভারকোট থেকে
এখনো পাখি উড়ে আসে —
পৃথিবীর দীর্ঘ বাতাসে… (Poetry)
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
শুভদীপ ঘোষাল। জন্ম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। পেশায় থিয়েটার কর্মী ও সরকারী আধিকারিক। কাজ করেছেন রেডিওতেও। পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (স্নাতকোত্তর) এবং বাংলা কবিতা ও ভাষা সাহিত্য। আগ্রহের বিষয় কবিতা, কমিক্স এবং প্রবন্ধ। 'নবকল্লোল', 'কথাসাহিত্য', 'শুকতারা', 'নাটমন্দির', 'আবহমান', 'বান্ধবনগর', 'মথ' সহ বিভিন্ন ওয়েবজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে। ভাললাগা, নতুন বই, পুরনো গান পথচলতি সাইনবোর্ড।