পড়িয়াছে ডিসেম্বর মাস!
বাঙালি শীতের লাগি
হন্যে হইয়া জাগি,
করিতেছে রোজ হাহুতাশ…
তবুও গরম লাগে সেই…
কপালে জমিছে ঘাম।
পাখা চলে অবিরাম,
কোথা সুপর্ণা? দেখা নেই!
হেনকালে এল নিম্নচাপ।
ডিসেম্বরে ঝরোঝর
বৃষ্টি কাদা বন্ধ ঘর,
সারাদিন শুধুই টুপটাপ।
শাল সোয়েটারে পড়ে ছাতা…
বিষ্টিতে শীত পালায়,
সবে করে হায় হায়
ভেজা দেয়ালেতে ঠোকে মাথা!
তবু বিষ্টি চলতেই থাকে।
শীতের অপেক্ষাতে
মাথা কুটে দিনেরাতে
বাঙালিরা জোলো হাওয়া মাখে!
ছড়া: পল্লবী মজুমদার
অভিষেক পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। খুব ছোটবেলা থেকেই কার্টুন-প্রেম। সেই ভালোবাসার টানেই প্রিয় কার্টুনিস্টদের আঁকা খবরের কাগজ থেকে কেটে নকল করতেন। এইভাবেই নিজের ইচ্ছে, উৎসাহ আর অনুসন্ধিৎসা সঙ্গী করেই কার্টুন আঁকা শেখা। ২০১৫ সাল থেকে কলকাতার কার্টুনদলের একনিষ্ঠ সদস্য।