













(Ratangad Fort)
রতনগড় দুর্গ, ৪২৫৫ ফুট উচ্চতায় সহ্যাদ্রির অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের অন্যতম আকর্ষণ। ৪০০ বছরের পুরনো শিবাজীর প্রিয় এই দুর্গটির কিছুই প্রায় অবশিষ্ট নেই। ঘোর বর্ষায় সবুজ পাহাড়ে হারিয়ে যাওয়া ইতিহাসকে ছুঁয়ে দেখতে কলকাতা থেকে সেপ্টেম্বরের শুরুতেই রওনা দিয়েছিলাম।
মুম্বাই থেকে ২০০ কিলোমিটার আর পুনে থেকে ১৮০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের রতনওয়াড়ি গ্রাম। সকাল ১০ টায় রতনওয়াড়ি গ্রাম থেকে হাঁটা শুরু করেছিলাম। ঘন বর্ষায় চিরসবুজ মাখামাখি করা পাহাড়ি পথ। গোটা রাস্তার ভান্দারদাড়া সহ অগুণতি জলপ্রপাত এই পথের অন্যতম আকর্ষণ। হাঁটাপথে ধীরেসুস্থে ঘন্টা তিনেক সময় লাগবে পৌঁছতে।জলপ্রপাতের নীচে অরণ্যদেবের গুহায় তাঁবুতে রাত কাটানো চিরস্মরণীয় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আজকের ছবিকথায় রতনগড় দুর্গের পাহাড়ি পথ আর ঝরনা ঢাকা গুহায় রাত কাটানোর গল্প। (Ratangad Fort)
পেশায় বাস্তুকার। নেশায় পাহাড়ের কোলে বিচরণ কিংবা সময় পেলেই এদিক ওদিক ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়া। ৩৭ বছর ধরে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। ছবির জগতে শতাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বহু আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক মানস দাস, ফটোগ্রাফিক এসোসিয়েশন অফ আমেরিকা,ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি ও ছায়াপথ কলকাতার সদস্য।