বাংলালাইভ এবং Shabdabaaji – শব্দবাজি -র যৌথ উদ্যোগে আজকের খেলা স্বশব্দছক। নিজের ইচ্ছেমত শব্দ বসান। হবে একাধিক সমাধান। সঠিক উত্তরদাতাদের মধ্যে পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার l তাহলে আর দেরি কেন? খেলতে থাকুন


গত সপ্তাহের সঠিক উত্তর: ঔপনিবেশিক, দেশভ্রমণ, নিয়মপালন/ নিয়মপালক, গন্ধবণিক
পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী হলেন – শুভঙ্কর বাগচী, সুতপা সেন, অণ্বেষা নন্দী, বাবলি রায়, সৈনিক কুণ্ডু