প্রথম পাতা » সুবোধ সরকারের কবিতা
একই সময়ে দাঁড়িয়ে, একই সময়খণ্ডে বসবাস করে, দু’জন কবি হয়ে উঠতে পারেন দুরকম-- একজন মাটির মতো সরল, আর একজন লুপ্ত ভাষায় লেখা শিলালিপির মতো দুর্বোধ্য। যেমন
কুহকের আগে কুয়াশাকে ডেকে আনি/এ মেয়ে আমার একে আমি ভালবাসি/আদিবাসী আমি আদি অক্ষর থেকে/পৃথিবীতে আমি বারবার ফিরে আসি।
তবে কি সুবোধ সরকারের কবিতা কেবলই বিভিন্ন প্রকার অন্যায় ও অত্যাচারের কথাই শুধু বলে? না, তা কখনই নয়। আনন্দ উদযাপনকারী কবিতাও সুবোধ সরকারের হাতে আমরা পেয়েছি।....
Notifications