যাঁদের মনে রেখেছি, যাঁদের মনে রাখিনি: পর্ব ১৮ – শেষ থেকে শুরু
জ্যোতিবা-সাবিত্রী ফুলের সমাজ সংস্কার দিয়ে শুরু হয়েছিল এই কলামের পথ চলা। সেখান থেকে ছত্রপতি সাহুর পথ বেয়ে এসে পৌঁছনো গিয়েছে যশোবন্তরাও ও তারাবাইয়ে প্রশাখায়। পিছু ফিরে দেখলেন ঈশা দাশগুপ্ত। আজ পর্ব আঠারো।