গিরিশচন্দ্রকে ভুলিয়ে দেওয়া হয়েছে
গিরিশ ঘোষের জন্মদিন গিয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিনটিতে। কিন্তু নির্বাচনের রণদামামা আর রাজনীতির ঘোরপ্যাঁচে তাঁকে কি বাঙালি একবারের জন্যও স্মরণ করল? বছরের বাকি ৩৬৪ দিনে বঙ্গজীবনে তাঁর প্রাসঙ্গিকতাই বা কোথায়? লিখছেন অংশুমান ভৌমিক।