দ-এ হ্রস্ব ই, ন-এ কার, ন-এ দ-এ র-ফলা – রবি গানের ভাণ্ডারী
দিনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ছিলেন রবীন্দ্রনাথের নাতি। তাঁর বড় ভাই দ্বিজেন্দ্রনাথের পুত্র দ্বীপেন্দ্রনাথের পুত্র। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুপ্রতিম, অগ্রজপ্রতিম। শান্তিনিকেতনের সকলের প্রিয় ‘দিনদা’ নিজের উদ্যোগে স্বরলিপিতে ধরে রাখতেন রবীন্দ্রগান। সেই মানুষটির প্রয়াণ দিবস ২১ জুলাই। তাঁকে শ্রদ্ধার্ঘ্য বাংলালাইভের…।