Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ভাল আছি: কবিতা

মানস ঘোষ

ডিসেম্বর ২, ২০২০

Bookmark (0)
Please login to bookmark Close

আজ আর তোকে কোনও নতুন কবিতা পাঠাব না।

নতুন কোনও কথাও নেই আর। সৃষ্টি তার যাবতীয় আকাশ ব্যাপ্তি, ডানার সাবলীলতা নিয়ে পথ হারিয়েছে দংশনের বিষে, ক্ষতবিক্ষত অযুত তীব্র শলাকায়… যদিও এ রণাঙ্গন আমার জায়গা ছিল না.. ছিল না মুক্ত বিচরণের পরিসরতবু..

তবুও তো সমস্ত কাদামাটি, খড়, ডাকের সাজে মিলেমিশে.. তারস্বর গানে, বিধানে, অর্থহীনতায় পাকে পাকে জড়িয়ে.. চেষ্টা করে গেছি..

… চেষ্টা করে গেছি তোদের সবাইকে যাতে বলতে পারি, ভাল আছি!.. ভাল আছি রে বন্ধুআমার কবিতায় ভাল আছি, তোর গানে ভাল আছি, সৃষ্টির আকাশে ভাল আছি… সঙ্গতের বৃষ্টিধারায় ভাল আছি… ভেবেছিলাম অমর আজিজকে নিয়ে লেখাটাও শেষ করে ফেলব ঠিক, এই অগস্টেই…

… অথচ যে ঊষর মরুতে যাওয়ার কথা ছিল না, যে শীতল দুর্গমতার কথা স্বপ্নেও ভাবিনি, যে যুদ্ধপ্রান্তরে আমার থাকার কথা ছিল না, সেখানেই দুমড়ে মুচড়ে যেতে থাকে সমূহ পাণ্ডুলিপি… তুলি কলম আর প্রাণের স্নিগ্ধতা…

ভাবিস না ওলটপালট হয়ে যাবে সবকিছু,বসে যাবে রথের চাকাতবে এ ক্ষত তরল আলাপে নিরাময়যোগ্যও নয়, গভীরতর দাগ রেখে যাবে সুখী বুশশার্টের নীচে… অক্ষম আবেগের দগদগে অসহায়তা নিয়ে অভিশপ্ত আকাঙ্ক্ষায়…

কর্মক্ষেত্রের দাবি এবং প্রকাশের জড়তা কাটিয়ে প্রথম আত্মপ্রকাশ ২০১৪ সালে। মানসের এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ দু'টি বিদগ্ধমহলে সমাদৃত। এছাড়া একাধিক পত্রিকার সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত। সমকালের সামাজিক, রাজনৈতিক ঘটনার অভিঘাত তাঁকে বিচলিত করে, কবিতায় উঠে আসে তার বেদনা, প্রতিবাদ। বিঘ্নিত হয় কবির নিভৃতযাপন। তারই মাঝে রঙ ছড়ায় হৃদয়ের গভীরে ডুব দিয়ে তুলে আনা মণিমুক্তো।

Picture of মানস ঘোষ

মানস ঘোষ

কর্মক্ষেত্রের দাবি এবং প্রকাশের জড়তা কাটিয়ে প্রথম আত্মপ্রকাশ ২০১৪ সালে। মানসের এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ দু'টি বিদগ্ধমহলে সমাদৃত। এছাড়া একাধিক পত্রিকার সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত। সমকালের সামাজিক, রাজনৈতিক ঘটনার অভিঘাত তাঁকে বিচলিত করে, কবিতায় উঠে আসে তার বেদনা, প্রতিবাদ। বিঘ্নিত হয় কবির নিভৃতযাপন। তারই মাঝে রঙ ছড়ায় হৃদয়ের গভীরে ডুব দিয়ে তুলে আনা মণিমুক্তো।
Picture of মানস ঘোষ

মানস ঘোষ

কর্মক্ষেত্রের দাবি এবং প্রকাশের জড়তা কাটিয়ে প্রথম আত্মপ্রকাশ ২০১৪ সালে। মানসের এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ দু'টি বিদগ্ধমহলে সমাদৃত। এছাড়া একাধিক পত্রিকার সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত। সমকালের সামাজিক, রাজনৈতিক ঘটনার অভিঘাত তাঁকে বিচলিত করে, কবিতায় উঠে আসে তার বেদনা, প্রতিবাদ। বিঘ্নিত হয় কবির নিভৃতযাপন। তারই মাঝে রঙ ছড়ায় হৃদয়ের গভীরে ডুব দিয়ে তুলে আনা মণিমুক্তো।

24 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস