সেই নীলকণ্ঠ পাখির খবর বলতে পার!
হাতে হাত রাখামাত্র, যে শিস দিয়েছিল।
সেই ঘাসেদের কথা রেখেছ কি মনে এখনও?
আগুনের ফুলকির মতো আমার চুমুর
খুশিতে ঝরে পড়া দেখে; হিংসেয় যারা
জ্বলেপুড়ে ছিল।
সেই দিনের কথা, মনে করতে পার…!
অবান্তর প্রশ্নের কানাগলিতে, সেই যে
প্রজাপতির স্বপ্নগুলো ফুল হয়ে ফুটেছিল
আর সেই পুলিশের কথা; ভুলে গেছ?
বুকে জড়িয়ে থাকা দেখে ;….
যে চিৎকার করে উঠেছিল…
এই, তোরা চিরকাল একসাথে থাকবি তো…?
*ছবি সৌজন্য: pexels
আল মামুনের জন্ম নবদ্বীপের তিওরখালি গ্রামে ১৯৮৫ -তে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারি। গবেষণার সঙ্গে ও যুক্ত। মূলত: কবি। শখ মানুষ দেখা, বইপড়া, বেহালা বাজানো, গান শোনা, বেড়াতে যাওয়া আর শিশুদের সঙ্গ।