চ্যালেঞ্জের ঠেলায় প্রাণ হারালেন ৪২ বছরের এক ব্যক্তি| ঘটনাটা ঘটে উত্তর প্রদেশের জনপুর জেলায়| সুভাষ যাদব এবং তার বন্ধু সোমবার সকালে ডিম খাবার জন্য বিবিগঞ্জ বাজারে গেছিলেন|
পুলিস জানিয়েছ রাস্তায় দুই বন্ধুর মধ্যে তর্কাতর্কি হয়| ২’হাজার টাকার বিনিময় ৫০টা ডিম খাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় যাদবের দিকে|
যাদব চ্যালেঞ্জ গ্রহণ করেন| আরম্ভ হয় ডিম খাওয়া| ৪১টা ডিম খেয়ে ফেলেছিলেন উনি| কিন্তু ৪২তম ডিমটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন|
স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে যাদবকে জেলা হাসপাতালে নিয়ে যান| সেখান থেকে তাঁকে পাঠানো হয় সঞ্জয় গান্ধী পোস্ট গ্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সস-এ| কয়েক ঘন্টা পর মৃত্যু হয় যাদবের|
হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন অতিরিক্ত খাবার খাওয়ার ফলে মৃত্যু হয়েছে যাদবের| তাঁর পরিবারের লোকজন এই নিয়ে কথা বলতে চাননি
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।