
বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে বাংলালাইভ একটি বিশেষ সংখ্যা প্রকাশ করছে– শতবর্ষে বিশ্বভারতী। লিখছেন প্রণবরঞ্জন রায়, পবিত্র সরকার, সুশোভন অধিকারী, বিশ্বজিৎ রায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অশোককুমার মুখোপাধ্যায়, অসীম চট্টরাজ, কুন্তল রুদ্র, আর্যনীল মুখোপাধ্যায়ের মতো বহু বিশিষ্টজন। নিবন্ধ ছাড়াও থাকবে বিশ্বভারতীর পুরনো ছবি নিয়ে ফোটো গ্যালারি, ভিডিও ক্লিপ-সহ আরও অনেক কিছু। আসুন, শরিক হোন বাংলার গর্বের বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে, বাংলালাইভ ডট কমের সঙ্গে।
নিবন্ধ


ফটো স্টোরি: পিতলের রথ
নির্মাল্য চ্যাটার্জি

বঙ্কিমচন্দ্রের পত্রাবলী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বসন্তপঞ্চমের রাগে
সপ্তর্ষি রায় বর্ধন
ফোটো গ্যালারি