আমাদের দেশের মাটিতে বেশ কয়েকজন অবিস্মরণীয় ক্রীড়াবিদের জন্ম হয়েছে| তাঁদের মধ্যে একজন হলেন শিহান শিবাজী গাঙ্গুলি| শিহান শিবাজীর জন্ম হুগলির একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে| যদিও একসময় তাঁদের পরিবার হুগলির প্রভাবশালী জমিদার বাড়ি বলে চিহ্নীত ছিল| ছোট থেকেই শিহান শিবাজী বাবা-মায়ের বাধ্য ছিলেন এবং নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করতেন | একই সঙ্গে বিভিন্ন শরীরিক কসরতের প্রতিও তাঁর ঝোঁক ছিল| ছোট থেকেই এনসিসি-র সঙ্গে যুক্ত ছিলেন উনি| আর যে কোনও বাঙালি যুবার মতই শিহান শিবাজীর ফুটবল নিয়ে মাতামাতির শেষ ছিল না| সেকন্ড ডিভিশন অবধি খেলেনও| কিন্তু এর মাঝেই উনি ক্লাব রাজনীতির শিকার হন| ছেড়ে দিতে হয় ফুটবল খেলা| ১৯৭৫ সালে শিহান শিবাজীর যখন ২১ বছর বয়স মার্শল আর্টের সঙ্গে পরিচয় হয় | দু’বছর মার্শাল আর্ট শেখার পর ক্যারাটের একটা শাখা কিওকুসেন ক্যারাটে বা ফুল কনট্যাক্ট ক্যারাটে শেখার দিকে মন দেন উনি| দিন রাত কঠিন পরিশ্রম করে শিহান শিবাজী খুব তাড়াতাড়ি জাতীয় স্তরে পরিচিতি পান| জেতেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার|

জাপানে গিয়ে উনি ফুল কনট্যাক্ত ক্যারাটের আবিষ্কারকর্তা স্বয়ং মাসুতাৎসু ওয়ামার কাছে প্রশিক্ষণ নেন| বিশেষ টাকা পয়সা না থাকায় উনি দিনের পর দিন ছাতু খেয়ে দিন কাটিয়েছেন| অক্লান্ত পরিশ্রম করে অল্প সময়ের মধ্যেই পারদর্শী হয়ে উঠলেন উনি| জিতলেন বেশ কয়েকটা নামী আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ|

১৯৯১ সালে শিহান শিবাজীর অনুরোধে ভারতে আসেন মাসুতাৎসু ওয়ামা| সেই বছর থেকেই চালু হয় কিওকুসেন ক্যারটে চ্যাম্পিয়নশিপ | ২০০৩ সালে চাকরি ছেড়ে পুরপুরি ক্যারাটের জন্য নিজের জীবন উৎসর্গ করেন| ১৬ বছর উনি ওয়ার্ল্ড ক্যারাটে ওর্গানাইজেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন| চল্লিশ বছর ধরে উনি কিওকুসেন ক্যারটের উপাসনা করছেন|

শিহান শিবাজী গাঙ্গুলি অ্যাকাডেমি ১৯৮০ সালে কলকাতায় চালু হয়| সেই সময় হাতে গোণা কয়েকজন ক্যারাটে শেখাতেন| শিহান শিবাজী গাঙ্গুলি তাঁদের মধ্যে একজন| অনেককেই বিনা পারিশ্রমিকে ক্যারাটে শিখিয়েছেন উনি| সেই থেকে এখন অবধি পুরুষ ও মহিলাদের আত্মরাক্ষার নানারকম প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে| শিহান শিবাজীর সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর দুই ছেলেও|

শিহান শিবাজী অ্যাকাডেমিতে ফুল কনট্যাক্ট ক্যারাটের পাশাপাশি ফিলিপিনো মার্শেল আর্ট এবং বাংলার লাঠি খেলাও শেখানো হয়| বয়সের কোনও বাধ্যবাধকতা নেই | মাসিক খরচ ৭৫০ থেকে ৯০০ টাকা| কলকাতা পুলিসের কর্মীদের ও প্রশিক্ষণ দিয়ে থাকেন ওঁরা|

চলতি মাসের ২৪ তারিখে টলি ক্লাবে আয়োজিত হতে চলেছে তৃতীয় শিবাজী গোল্ড কাপ| এই চ্যাম্পিয়নশিপে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা ও পুরুষ প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন| সময় সন্ধ্যা ৬ থেকে ৯টা| দেবলীনা কুমার‚ নাইজেল আকারা আর বাদশা মিত্রের মত সেলিব্রিটিরাও উপস্থিত থাকবেন প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য| একই সঙ্গে শিহান শিবাজী গাঙ্গুলীকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা|
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।