ব্যথা চরিতার্থ হলে এক জীবনের যত পাপ বৃথা যায়,
পূর্ণ হয় পুণ্যের তামাশা।
সুখের সিন্দুক থেকে একে একে
প্রাপ্তির নিভৃত কৌটো যত জমা ছিল বড় অনাদরে
সব বের করে এনে
তুলে দিতে হয় প্রিয় অনভিজ্ঞ মুঠিতে মুঠিতে─
এরই নাম উত্তরাধিকার,
এরই নাম প্রথাগত প্রমিত প্রবাহ,
এরই নাম মায়া।
তারপর
নতুন কামনা থেকে প্রথম আলোর মতো
প্রমারঙ আগুনের আঁশ
দুর্বিনীত মুগ্ধতার আক্রোশে ফিরিয়ে দিতে থাকে
প্রবল প্রাণের যত গূঢ় অভিজ্ঞান
কী ভীষণ জাদুকরী মোহে!
আশ্লেষ সার্থক হলে ইন্দ্রিয়ের নতুন স্ফুরণ─
এও এক স্বমেহক প্রমিত প্রবাহ।
পেশাগত ভাবে রাজ্য সরকারি পত্রিকার সম্পাদনার গুরুভার সামলাতে হয়। তার মধ্য়েই নিজের ভালোবাসার তাগিদে চলে কলম পেষা। এখনও পর্যন্ত দশটি কবিতার বই ও চারটি উপন্যাস বেরিয়েছে। সৃষ্টিসুখ প্রকাশনা থেকে বেরিয়েছে কবিতাসমগ্র ১।
One Response
আমাদের গর্বের ও ভালোবাসার কবি