যে যা পারে লিখছে সবাই, কেউ কিছু আজ বলছে না –
আস্ত লেখায় দিস্তে খাতা না ভরালে চলছে না;
উড়ছে হাওয়ায় শব্দ যত, এদিক ওদিক অযত্নে,
জাপটে সবাই ধরছে তাদের, ভরছে পাতা সযত্নে।
লিখছে লোকে খেয়াল-মাফিক – লিখছে ভারি মন দিয়ে,
অন্যে বা কি লিখছে সেটাও দেখছে চোখের কোণ দিয়ে;
কেউ বা লেখে অন্ত্যমিলে, কারওর লেখা ছন্দহীন
বিধি নিষেধ কিচ্ছুটি নেই, সবাই বাধা-বন্ধহীন।
লিখছে ক্ষিধে-তেষ্টা ভুলে, মনের মতো পদ্যটি
মাঝরাতে সব ঘুম ভেঙে দ্যাখ লিখছে বসে গদ্যটি।
কারওর লেখা কঠিন ভারি, অর্থটা না পাই খুঁজে –
দুষ্টু ছেলে দিচ্ছে ফাঁকি, লিখছে কেবল হাইকু যে।
লিখতে গিয়ে খাচ্ছে বিষম, উঠছে সবার হেঁচকিটা,
লেখার ঝোঁকে উলটে ফেলে মাছের ঝোলের ডেচকিটা।
লেখায় এমন ব্যস্ত সবাই অন্য কাজে নেই মতি,
লেখা লেখা খেলতে গিয়ে হচ্ছে এ কী দুর্গতি!
ভূগোলের অধ্যাপিকা। ছোটবেলা থেকেই আঁকা-লেখার সৃজনশীল জগতে আনন্দ খুঁজে পান। ২০১৯ সালে প্রকাশিত হয়েছে প্রথম বই "দাড়িওয়ালা বুড়োটার"। এডওয়ার্ড লিয়রের ননসেন্স লিমেরিক ও ছড়ার বাংলা রূপান্তরের এই সংকলনের অলংকরণও তাঁর নিজের করা।
2 Responses
Darun darun hoyeychey. Chaloyey jao
বাহ্ কি দারুন ❤️