আকাশটা আজ কম অভিমানী হলে
আরও কিছুটা রোদ ধরে রাখতাম
প্রতিবাদ-
তুমি ঋজু হয়ে
আর্য হতে
উজিরের নখে ঘূণপোকা খুঁজতাম।
রাজার কর্মে ধর্ম নেমেছে গভীরে
উজির মেতেছে মেদুরতার শ্বাসে
আড়ালে কেন? এ কোন কৃষ্ণচূড়া
বিধাতা ক্লান্ত উজ্জীবিতের ত্রাসে।
ঘুণপোকাদের শিকারে ফুঁৎকার
ঘুণপোকাদের মধ্যরাতের গানে
রাজার আদেশে –
ভাঙন লেগেছে সুরে
পাথর খোঁজে –
পথ গেছে কোনখানে।
ক্লান্তি ভাঙে –
মুক্তি আলোর তাপে
জীর্ণ জরা –
রাজা উজিরের প্রাণ
ঘুণপোকাদের সৃষ্টি নতজানু
ফিরবে এখন
বিরুদ্ধতার গান।।
অনিমেষ মুখোপাধ্যায় নেশায় কবি, পেশায় চার্টার্ড একাউন্ট্যান্টI লেখালেখির শুরু স্কুল জীবনে I মূলত কবিতা, তবে গল্প এবং প্রবন্ধতেও যাতায়াত I এ ছাড়া তিনি আবৃত্তি ভালবাসেন।
One Response
আপনার লেখার আমি একান্ত ভক্ত. আপনার কলমে এবার ঝরুক আগুন। প্রতিবাদ আর প্রতিরোধ।