বনবিতানে বসে বসে ‘রাই জাগো গো’ বলে
যে লোক রোজ না জানি কোথা থেকে আনে
দ্ব্যর্থহীন বিশ্বাস, তার দিনগুলি সব যায় চলে
অথচ আশাভরা বাতাস জড়িয়ে থাকে প্রাণে৷
বাউল হয়ে ঘোরে, উন্মাদের মতো সারাদিন
কী যে খোঁজে – পায় না, পায় না, পায় না,
ভাবে শুধুই ভাবে আর রাত্রি কাটে নিদ্রাহীন,
তবু সে স্বপ্ন দ্যাখে, তবু কোন মুক্তি চায় না৷
এমন লোকের থাকে না কোনও তালার চাবি৷
সে আসলে কে? আমি কি নিজেরই কথা ভাবি?
*ছবি সৌজন্য – Pexels
সুমন মল্লিকের জন্ম ১৯৮৫ সালে কোচবিহারের তুফানগঞ্জে। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। প্রকাশিত কবিতার বই আটটি৷ ‘উত্তরের কবিমন’ পত্রিকার প্রাক্তন সম্পাদক। বর্তমানে ‘শিলিগুড়ি জংশন’ পত্রিকার সম্পাদনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দেশ, ভাষানগর, কৃত্তিবাস, কবি সম্মেলন, কবিতা আশ্রম-সহ বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবম্যাগে লেখেন।
One Response
প্রিয় কবি প্রিয় কবিতা