আগুনের থেকে
আগুন চেয়েছ,
সাবধান!
দাঁড়াও
জ্বলে-পুড়ে, সম্পূর্ণ দগ্ধ হই আগে।
নিভে গেলে প্রচণ্ড শিখা, বীভৎস বহ্নির,
ছিটিয়ো জল, শান্তি উচ্চারণে।
ভস্ম সরিয়ে নিয়ো তুলে স্ফুলিঙ্গ,
জ্বলে যেতে যেটুকু আগুন কাজে লাগে ।
ছবি সৌজন্যে Pexels
অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।