পৃথিবীতে
এই অজস্র সীমান্ত মধ্যে
কিছু কিছু মুক্তাঞ্চল আছে
ব্রহ্মাণ্ডে
অসংখ্য সৌরজগতের মধ্যে
কিছু কিছু কৃষ্ণগহ্বর
মানব সম্পর্কে
অনিঃশেষ কথার মধ্যিখানে
প্রায় নিঃশেষ নীরবতাটুকু
সেই মুক্তাঞ্চল
এক একটা কৃষ্ণগহ্বর
স্বয়ং….
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তর। নিবাস কোন্নগর। পেশায় চলচ্চিত্র কারিগর। নেশা নানারকম। বিশ্বাস করেন পারমাণবিক পৃথিবীতে দাঁড়িয়ে নীরবতার অনুশীলনে।