১
বিস্মৃতির কাছে শুশ্রূষা চেয়ে
চলে গেছি
ক্ষুরধার পথে,
দেহলি-দুয়ার ডিঙিয়ে —
সীমাহীন গভীরে
অস্থির মুসাফির
সেই থেকে
নীড় বেঁধে আছে।
২
রিফিউজি মেঘের
নিচ বরাবর হাঁটছি
কটা অক্ষয়বটের ফল
পকেটে আছে !
তারই মধ্যে নিঃস্ব আলোয়
ভুলে বাঁকও নিয়েছি কখন —
ফলত,
কী করবে তুমি জেনে?
যেহেতু,
জানা যাবে না
কটা অক্ষয়বটের ফল
এখনও পকেটে আছে।
৩
আমি নেই,—
সে তোমার বিনম্র সংশোধনী।
*ছবি সৌজন্য: Pexels
অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।