Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Silence
জয়দীপ রাউত নৈঃশব্দ ও অন্তরাল সহ্য করতে জানেন
Bookmark (0)
Please login to bookmark Close

কুয়াশা আর জোনাকিরা

যখন মাঝরাতে দূরগামী ট্রেনের দরজায় দাঁড়িয়ে
একটা গোটা সিগারেটে পুড়ে যাবার আবেশটা
আলাপ হয়ে যেত অন্ধকারের সাথে
সেই তেমন কোনও যুগ বা তেপান্তর থেকে
তোমার সাথে পরিচয়
এটা ঠিক আলোকবর্ষ দিয়েও জরিপ করার নয়
ধূমপান সতর্কীকরণের সুদীর্ঘ অনুশাসন পেরিয়ে
উন্মুক্ত লোভীর মতো প্যাকেটের বাঁধন খোলার
ক্ষিপ্রতায় একের পর এক মাছ কেটে চলা
ছেলেটার সাথে
আমার এখানেই একমাত্র মিলের প্রেক্ষাপট
সময় জানে ঘড়ির দোসর একরকমের বিষ
ধোঁয়া ছাই ভরা বিষণ্ণ পাত্র
প্রত্যাখ্যান বা প্রতীক্ষার
এসব বলেও না বলা প্রেমের মতো
অন্তহীন অভ্যেস

কোয়ারেন্টাইন

বারান্দাটা নিজের বাড়িতেই একঘরে। 
মিশতে চায় না, নাকি মিশতে পারে না! 
এটা ভেবে দেখার অবসর নেই তার। 
অথচ খোলা মাঠের মতো ফাঁকা সময়। 
সময় শব্দটাতেই অবশ্য আপত্তি তার। 
সময় বলে কিছু হয় না। আসলে একটা অদৃশ্য নদী কিছুটা পথ পেরিয়ে পেছনে ফিরে দেখে 
কচুরিপানার ডালে বসে অন্যমনস্ক তিনটে কাক। 
বা সাতটা আটটা দশটা। সংখ্যাটা অর্থহীন। 
কিছু আছে রঙ ভালোবাসে, কিছু অন্ধকার। 
বারান্দাটার অবশ্য সংখ্যা মনে রাখার অভ্যেস নেই।  লেভেলক্রসিং ছেড়ে কটা ট্রেন চলে গেল
কতজন মানুষকে দেখে ইচ্ছে করে তাকিয়েই থাকি বা পুকুরের পাশে জামরুল গাছটায় 
টা আধখাওয়া পাখিদের ফল 
ভেসে উঠল জলে।  সকাল থেকে রাত, ভোররাত বা রাতভোর। 
কখনোই নয়।

 

*ছবি সৌজন্য: Saatchi Art

Abhirup bandyopadhyay

সত্তরের দশকের শেষের দিকে কলকাতায় জন্ম অভিরূপের। স্কুলজীবন থেকেই বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার পাশাপাশি পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ। কিছুদিন ফ্রিলান্স সাংবাদিকতাও করেছেন। এরপরেই ঢুকে পড়া টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট লেখার আঙিনায়। সম্পূর্ণ আলাদা এক পরিবেশ এবং প্রস্তুতির সঙ্গে পরিচয়। একইসাথে চলতে থাকে গল্প-কবিতার পালা। দেশ, এই সময়, আজকের সম্পূর্ণা পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখা।

Picture of অভিরূপ বন্দ্যোপাধ্যায়

অভিরূপ বন্দ্যোপাধ্যায়

সত্তরের দশকের শেষের দিকে কলকাতায় জন্ম অভিরূপের। স্কুলজীবন থেকেই বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার পাশাপাশি পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ। কিছুদিন ফ্রিলান্স সাংবাদিকতাও করেছেন। এরপরেই ঢুকে পড়া টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট লেখার আঙিনায়। সম্পূর্ণ আলাদা এক পরিবেশ এবং প্রস্তুতির সঙ্গে পরিচয়। একইসাথে চলতে থাকে গল্প-কবিতার পালা। দেশ, এই সময়, আজকের সম্পূর্ণা পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখা।
Picture of অভিরূপ বন্দ্যোপাধ্যায়

অভিরূপ বন্দ্যোপাধ্যায়

সত্তরের দশকের শেষের দিকে কলকাতায় জন্ম অভিরূপের। স্কুলজীবন থেকেই বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার পাশাপাশি পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ। কিছুদিন ফ্রিলান্স সাংবাদিকতাও করেছেন। এরপরেই ঢুকে পড়া টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট লেখার আঙিনায়। সম্পূর্ণ আলাদা এক পরিবেশ এবং প্রস্তুতির সঙ্গে পরিচয়। একইসাথে চলতে থাকে গল্প-কবিতার পালা। দেশ, এই সময়, আজকের সম্পূর্ণা পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস