ঋণ: অ্যান সেক্সটন/ ভিনসেন্ট ভ্যান গঘ
এ শহর ছিল না কখনও
ব্যতিক্রম যেন ওই এলোকেশী গাছ
ডুবন্ত মেয়ের মতো ভেসে উঠল এক কোণে
উষ্ণ নভমণ্ডলের কোলে
এ শহর বড়ই নীরব; পুড়তে থাকে ক্রমাগত
এগারোটি তারার তিমির
ও আমার তারাভরা রাত, এভাবেই মরে যেতে চাই
নড়েচড়ে ওঠে তারা। সকলেই বেঁচেবর্তে আছে
এমনকি চাঁদটিও কমলা রশ্মির রেখা দিয়ে
চোখ উপড়ে বের করে নিষ্পাপ শিশুর মেলা
ঈশ্বরের মতো
অচেনা আদিম সেই সর্পটিও একা একা তারাগুলো আজ গিলে খায়
হে আমার তারকাখচিত রাত্রি, এভাবেই যেন মৃত্যু হয়
পাশব রাত্রির অবসরে
আমাকে যদি বা গিলে খায় ওই নিদারুণ বিশাল ড্রাগন
থুক করে থুতুর গতিতে
বের করে ফেলে যদি কেতনবিহীন এই সাদামাটা নশ্বর জীবন
তলপেটই থাকবে না;
গুমরে উঠবে তবে কীসের ক্রন্দন?
ও আমার তারাভরা রাত, এভাবেই যেন মরে যাই…
বাংলার তরুণতম কবিদের অন্যতম | জন্ম ১৯৯১‚ কলকাতায় | ২০১২'য় প্রকাশ হয় প্রথম বই 'ভোর রাতের ৮বি' |