[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
বাংলার (Bengal) প্রধান উৎসব (Festival) ছিল গাজন (Gajan)। সারা চৈত্র মাস ধরে শিবের গাজন (Gajan) বাংলায় এখনও উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। গাঁ-জন থেকে গাজন (Gajan), আবার সন্ন্যাসীদের গর্জন থেকে গাজন (Gajan) শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন। চৈত্র মাসের প্রথম থেকে সন্ন্যাসীরা বিভিন্ন ধরনের নিপীড়নের মধ্য দিয়ে ও উপবাসের মধ্য দিয়ে একমাস যাবৎ নানান নিয়ম মেনে চলেন। চৈত্র সংক্রান্তির আগের তিনদিন ফল, নীল ও সংক্রান্তি পালনের মধ্য দিয়ে মূল উৎসব পালিত হয়। এই সময় নানান ভাবে বিভিন্ন বান ফোঁড়ার মধ্য দিয়ে শরীরকে ক্ষত বিক্ষত করা, কাতান, খাঁড়া, শালেভর প্রভৃতির উপর শুয়ে পরিক্রমা…আগুন, কাঁটা, খাঁড়া প্রভৃতির উপর ঝাঁপিয়ে পড়া… হিন্দোল , চড়ক প্রভৃতির মধ্য দিয়ে গাজন পর্ব শেষ হয়। সন্ন্যাসীরা শিবগোত্র থেকে নিজগোত্রে ফিরে যান। সংক্রান্তির দিন গ্রামে এটিকে ঘিরে নাচ, গান, সঙসাজা প্রভৃতি নিয়ে গ্রামবাসীরা মেতে ওঠেন। শহরের চক্ষুর আড়ালে এখনও অনেক গ্রামে গাজন (Gajan) প্রধান উৎসব হয়ে আছে।
শক্তিপদ ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষক, ভ্রামণিক, জেলা ভ্রমণ গ্রন্থমেলা ও জেলার উৎসব ও মেলা গ্রন্থের লেখক, ভ্রমণ আড্ডা ও ভাবনায় ভদ্রেশ্বর পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য ও ট্রাভেল রাইটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য।
2 Responses
ছবিগুলো বেশ ভালো, তবে শক্তির আসল শক্তি ওর লেখা। লেখার বিস্তার আরো বেশী হলে আমরা আরও লাভবান হতাম।
খুব সুন্দর তথ্যবহুল লেখা। ছবি ও খুব সূন্দর।