[ ছবিগুলো ফুল স্ক্রিনে (Full screen mode) দেখুন ]
কাশ্মীর (Kashmir) মানে শিকারা। একাধারে ট্যুরিজম (Tourism), অন্যধারে তাকে ভর করে চলা সংসার। তার থেকে ছুটি খুঁটে নিয়ে মা মেয়ের কথা আর কাব্য, মুখ দেখা জলের আয়নায়।
কাশ্মীর (Kashmir) মানে টিউলিপ (Tulip), মোগল বাগিচায় বুলবুলি আর চিনার কাঠের চোখধাঁধানো ক্যানোপি।
কাশ্মীর (Kashmir) মানে পৃথিবীর একমাত্র জলে ভাসমান পোস্টঅফিস, পোস্টকার্ড মানিঅর্ডারের ছেলেবেলা জমা আছে যার ক্যাশবাক্সে।
কাশ্মীর (Kashmir) মানে অপ্সরার ইউনিফর্ম পরে বাংলার গাঁয়ের কালোকুলো মেয়েটির আকাশের বুকে কুচকাওয়াজ।
কাশ্মীর (Kashmir) মানে মহম্মদের একটি চুলের সংগ্রহশালা হজরতবাল, জামা মসজিদ, চেরার-ই-শরীফ, হিন্দু-মুসলমান-বৌদ্ধ শৈলীর নির্যাস রঞ্জিত শাহ-ই-হামদান দরগা।
কাশ্মীর (Kashmir) মানে তার গালিচা, একশো বছরের বৃদ্ধের আঙুলে হাজার বছরের পরম্পরার অনুবাদ। নির্মল হাসিতে জিন্দেগি কা সফরের সুখ ছলকায় –
“গর ফিরদৌস বার-রু জমিন অস্ত, হামিন অস্ত, হামিন অস্ত, হামিন অস্ত”।
তবু মহিলারা নামাজ পড়েন মসজিদের বাইরের উঠোনে, টিউলিপের বাগান পাহাড়া দেয় অস্ত্রধারী সেনা, বিপন্ন শৈশবের অনিশ্চিত মুখ উঁকি মারে পর্দার ফাঁক দিয়ে।
তুমি ভাল আছ, কাশ্মীর (Kashmir)?
ডাঃ ভাস্কর দাস পেশায় অস্থিশল্য চিকিৎসক। নেশা ফোটোগ্রাফি, লেখালেখি। ভ্রমণ ও বাংলার অতীত কৃষ্টি ও সংস্কৃতির খোঁজ প্রিয় বিষয়।
লেখা প্রকাশিত দেশ, হরপ্পা, কৃত্তিবাস, সাপ্তাহিক বর্তমান, ইত্যাদি পত্রিকায়। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। ২০২২ সালে ভ্রমণআড্ডা সংস্থার 'কলম' সম্মান প্রাপক।
4 Responses
কাশ্মীর নামের চরিত্র কে নিয়ে লেখা ভারি সুন্দর কবিতা ও ছবি। না আমি একে ফটো স্টোরি না বলে ফটো-পোয়েম বললাম।
আমার স্টোরির উত্তরণ হল। খুশি।
কাব্যময় ছবির সাথে জীবনময় গদ্য! অনবদ্য
এমন মন্তব্য সোনায় বাঁধিয়ে রাখতে ইচ্ছে হয়।