প্রতিবারের মতো গত ৪ ডিসেম্বর রাজ্য সরকারের ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠানিক সূচনা হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে আলিপুরে নব নির্মিত ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধন করা হল এবারের উৎসব। (Kolkata Film Festival)
আরও পড়ুন: সিনেমা যখন মানুষতন্ত্রের আয়না
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, দীপক অধিকারী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, বর্ষিয়ান চিত্রনির্মাতা গিরিশ কসরাভলি, মুনমুন সেন আর্জেন্টিনার পরিচালক পাবলো সিজার সহ আরও অনেকে। (Kolkata Film Festival)





প্রদীপ প্রজ্জ্বলন করে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সূচনা করেন প্রবীণ অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। উৎসবের চেয়ারম্যান ও চিত্রনির্মাতা গৌতম ঘোষ তাঁর স্বাগত ভাষণে বলেন চলচ্চিত্র শিল্পের সম্পর্কে শহরের মানুষের আগ্রহের কথা। (Kolkata Film Festival)
উৎসবের চেয়ারম্যান ও চিত্রনির্মাতা গৌতম ঘোষ তাঁর স্বাগত ভাষণে বলেন চলচ্চিত্র শিল্পের সম্পর্কে শহরের মানুষের আগ্রহের কথা।
উদ্বোধনের দিনে প্রদর্শীত হয় তপন সিংহ পরিচালিত ছবি ‘গল্প হলেও সত্যি’। পরের দিন থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে জমজমাট নন্দন-রবীন্দ্রসদন প্রাঙ্গন। সেখানকার প্রতিটি প্রেক্ষাগৃহে সকাল ৯টা থেকে ছবি দেখানো শুরু হচ্ছে। এবারে বিভিন্ন দেশের মোট ১৭৫টি ছবি দেখানো হবে নন্দন সহ শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এরই মধ্যে গত ৫ তারিখ অর্থাৎ উৎসবের দ্বিতীয় দিনে উদ্বোধন করা হল তিনটি প্রদর্শনীর। (Kolkata Film Festival)
আরও পড়ুন: জন্মশতবর্ষে তপন সিংহের সংগীত: এক সংক্ষিপ্ত আলোচনা
পরিচালক তপন সিংহর শতবর্ষে আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনী নন্দন-২ এ। এটির উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী, শতাব্দী রায়, রাজা সেন, গৌতম ঘোষ, সোনালী গুপ্ত, তপন সিংহর পুত্র অনিন্দ সিংহ ও পুত্রবধূ কাকলি মুখোপাধ্যায়। অন্যদিকে গগণেন্দ্র প্রদর্শশালায় একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যেখানে শ্রদ্ধা জানানো হয়েছে মারলন ব্র্যান্ডো, হরিসাধন দাশগুপ্ত এবং অরুন্ধতি দেবীকে। আরেকটি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিন দশকের ইতিহাসকে। (Kolkata Film Festival)






ছবি দেখানোর পাশাপাশি আয়োজন করা হয়েছে একগুচ্ছ আলোচনা চক্রের, তার মধ্যে রয়েছে ‘পার্সেপশন চেঞ্জ ইন সিনেমা উইথ চেঞ্জেস ইন টেকনোলজি’, ‘ইনটুল্যেরন্স, গ্লোবাল জাস্টিস এন্ড দা মিডিয়া’, ‘হোয়াট ইস ইন্ডিয়ান ন্যাশনাল সিনেমা?’, ‘Explosion অফ শর্টস এন্ড ডকুমেন্টস ইন দা ডিজিটাল এরা’, ‘ফিল্ম ফেস্টিভ্যাল : দেন এন্ড নাউ’, ‘ইমেজেস টু মুভিইং ইমেজেস ফিল্ম by আর্টিস্টস’, ‘শতবর্ষের শ্রদ্ধা-তপন সিংহ’। (Kolkata Film Festival)
এবারের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেন র. বালকি। অন্য একটি অনুষ্ঠানে বিদ্যা বালনের মুখোমুখি সিনেমা নিয়ে আলোচনা করেন সঙ্গীতা দত্ত। রবীন্দ্রসদনের একতারা মঞ্চে প্রতিদিনই বসছে চলচ্চিত্র সংক্রান্ত আড্ডা। এবারের উৎসবে স্মারকগ্রন্থের পাশাপাশি নন্দন থেকে প্রকাশিত হয়েছে ‘শতবর্ষে তপন সিংহ’ শীর্ষক একটি গ্রন্থ। (Kolkata Film Festival)
চিত্রগ্রাহক: সৌরভ দত্ত
অরিজিৎ মৈত্র পেশায় সাংবাদিক। তপন সিংহ ফাউন্ডেশনের সম্পাদক অরিজিৎ পুরনো কলকাতা নিয়ে চর্চা করতে ভালবাসেন। নিয়মিত লেখালিখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকাশিত বই: অনুভবে তপন সিনহা, ছায়ালোকের নীরব পথিক বিমল রায়, চিরপথের সঙ্গী - সত্য সাই বাবা, বন্দনা, কাছে রবে ইত্যাদি।