অসীম সরকার: নয়ের দশকে শান্তিপুরে জন্ম; কবিতাউন্মাদ মানুষ; বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে জীবনপ্রবাহ; কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি; প্রকাশিত কাব্য-পুস্তিকা: ‘পলিমাটির ভাষা’ (২০২১); পেশা: অধ্যাপনা; সম্পাদিত পত্রিকা: ‘ধানদূর্বা’; দুটি সাধারণ সংখ্যা; তারপর কবি জয়দেব বসু সংখ্যা (জানুয়ারি ২০২৪); সম্প্রতি কবি হেমন্ত বন্দ্যোপাধ্যায় সংখ্যা (সেপ্টেম্বর ২০২৪) প্রকাশিত হয়েছে; বর্তমানে কবি বিশ্বদেব মুখোপাধ্যায় ও কবি অমিতাভ গুপ্ত সংখ্যা নিয়ে নিমগ্ন। (Little Magazine)

নিবেদন
আটের দশকের কবি জয়দেব বসু বাংলা কবিতায় নিজস্বভাষা তৈরি করেছিলেন। ২০১৮ সালে গবেষণাকর্ম শুরুর সময় তাঁর কবিতার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ‘সপ্তর্ষি প্রকাশন’ থেকে প্রকাশিত ‘কবিতা সংগ্রহ’ পড়তে পড়তে কোথাও যেন জীবনবোধের আশ্রয় খুঁজে পেয়েছি। সঞ্চিত হয়েছে জীবন ও জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি। তারপর, ‘অপ্রকাশিত অগ্রন্থিত’ কবিতার বই ও ‘কবি জয়দেব বসুর মুখোমুখি’ পড়ে জয়দেব বসু সম্পর্কে উৎসাহ আরও বাড়তে থাকে। উপরন্তু, আমার ঝুলিতে পূর্ণ আলো নিয়ে এসে গেল ‘উত্তরযুগ’ ও ‘লুপ্তন্যাশপাতির গন্ধ’ নামে দু’টি উপন্যাস। কী অসম্ভব জীবনবোধ, যা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়। যাঁর জীবনদর্শন, আমাকে আজও প্রতিনিয়ত গভীরভাবে টানে। সেই-ভাবনা থেকেই ধানদূর্বা পত্রিকা সম্পাদনাকালে এমন একজন মহৎ কবিকে নিয়ে চর্চায় মনোনিবেশ করতে বিশেষভাবে উজ্জীবিত হয়েছি।

জয়দেব বসু সংখ্যা করার জন্য কবিপত্নী সেবন্তী ঘোষ আন্তরিকভাবে অনুমতি-প্রদান করেছেন এবং কখনও কঠিন ও সহজভাবে পরামর্শ দিয়েছেন। সেবন্তীদিকে শ্রদ্ধা জানাই। দিদির মাধ্যমেই যোগাযোগ হয়, সন্দীপন চক্রবর্তীর সঙ্গে। যে সহৃদয় ব্যক্তি নিজেই এক সময় জয়দেব বসু সংখ্যা করার চিন্তা-ভাবনা করেও সময়ের অভাবে পেরে ওঠেননি। আমার মতো একজন অপরিচিত তরুণের হাতে এই কাজের আশি শতাংশ তুলে দিয়েছেন। একাধিক সমস্যায় পাশে থেকেছেন। সন্দীপন-দার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আরেকজন, শ্রদ্ধেয় শ্রীকুমার চট্টোপাধ্যায় নিজের সংগ্রহ থেকে জয়দেব বসুর ছোটগল্প ‘শেরপা’ পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানাই। আর যে-সব পত্র-পত্রিকা থেকে জয়দেব বসুর কবিতা, গল্প, প্রবন্ধ ও প্রাবন্ধিকদের প্রবন্ধ পুর্নমুদ্রণ করা হল, সেইসব পত্রিকা ও সম্পাদকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
প্রথমে সুচি নিয়ে সেবন্তীদির মতামত পেয়েছি। ফোনালাপে সন্দীপনদার সঙ্গে তৈরি হয় পূর্ণাঙ্গ সূচি। প্রথম অংশে জয়দেব বসুর অগ্রন্থিত কবিতা, দ্বিতীয় অংশে ছোটগল্প, তৃতীয় অংশে প্রবন্ধ স্থান পেয়েছে। চতুর্থ অংশে জয়দেবকে নিয়ে কথাবার্তার সারণিতে প্রাবন্ধিক-দের বয়স অনুসারের প্রবন্ধ- সারণি নির্মিত হয়েছে। পত্রিকার প্রচ্ছদের আলোকচিত্র ফেসবুক মাধ্যম থেকে নেওয়া হয়েছে। অত্যন্ত যত্ন করে প্রচ্ছদসজ্জা ও অক্ষরবিন্যাস করেছেন সন্তু দাস। তার প্রতি আমার কৃতজ্ঞতা। হয়তো অনেক ভুল ত্রুটি থেকে গেল, তার জন্য মার্জনা চাইছি।
শান্তিপুর
০১.০১। ২০২৪
অসীম সরকার
(বানান অপরিবর্তিত)
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।