Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ফটো স্টোরি: কুম্ভ মেলা

সন্দীপা মালাকার

জানুয়ারি ১৩, ২০২৫

Bookmark (0)
Please login to bookmark Close
Kumbha_01
Kumbha_04
Kumbha_05
Kumbha_06
Kumbha_07
Kumbha_08
Kumbha_09
Kumbha_10
Kumbha_11
Kumbha_12_
Kumbha_13
Kumbha_14

(Kumbha Mela) ১২ বছর পর আয়োজিত মহাকুম্ভ মেলা। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে হয় অর্ধকুম্ভ মেলা। শেষবার মহাকুম্ভ মেলা হয়েছিল ২০১৩ সালে। ২০২৫ সালে ফের অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। (Kumbha Mela)

হিন্দু পুরাণ অনুসারে, দেবতা ও অসুরদের যুদ্ধের সময় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে, হরিদ্বার গঙ্গায়, নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়িনীর শিপ্রা নদীতে বারো ফোঁটা অমৃত পড়ে। ফলে নদীগুলি পবিত্র হয়ে ওঠে বলে বিশ্বাস। সেই নদীতে স্নান করলে পূণ্যলাভ করা যায় এমনই ধারণা।

কথিত আছে, দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন। তারপর থেকে প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানে মহাকুম্ভ মেলা হয়। রাজা হর্ষবর্ধনের রাজত্বের সময় ভারতে আসা চিনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সাঙের লেখায় এই মহা কুম্ভমেলার লিখিত প্রমাণ পাওয়া যায়।


ফটোস্টোরি: সাগরসঙ্গমে


রাশিচক্র অনুসারে, বৃহস্পতি, সূর্য, এবং চাঁদের অবস্থানের উপর নির্ভর করে তারিখ নির্ধারণ করা হয়। মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে বলেই মানেন হিন্দুরা। তীর্থযাত্রীরা রাত থেকেই মেলার মাঠে জড়ো হতে থাকে।

ভোর ৩টে থেকে পবিত্র জলে ডুব দেওয়ার প্রস্তুতিপর্ব শুরু হয়। সূর্য ওঠার সাথে সাথে সাধুদের বিভিন্ন দল প্রাণবন্ত মিছিলে নদীর দিকে এগিয়ে যায়।

২০২৫ সালে মহাকুম্ভ মেলা হবে প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত একমাসের বেশি সময় ধরে চলবে এই মেলা।

Author Sandipa Malakar

ডকুমেন্টারি ফটোগ্রাফার। নতুন নতুন জায়গায় বেড়ানো এবং স্থানীয় মানুষদের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসেন। তাঁর ছবির মাধ্যমে দর্শকদের কাছে কোনও একটি বার্তা পৌঁছে দিতে চান।

Picture of সন্দীপা মালাকার

সন্দীপা মালাকার

ডকুমেন্টারি ফটোগ্রাফার। নতুন নতুন জায়গায় বেড়ানো এবং স্থানীয় মানুষদের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসেন। তাঁর ছবির মাধ্যমে দর্শকদের কাছে কোনও একটি বার্তা পৌঁছে দিতে চান।
Picture of সন্দীপা মালাকার

সন্দীপা মালাকার

ডকুমেন্টারি ফটোগ্রাফার। নতুন নতুন জায়গায় বেড়ানো এবং স্থানীয় মানুষদের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসেন। তাঁর ছবির মাধ্যমে দর্শকদের কাছে কোনও একটি বার্তা পৌঁছে দিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস