











(Dharmaraj Gajon) বাংলার লোকসংস্কৃতি গ্রন্থে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, “ধর্ম, ধর্মরাজ ঠাকুর, ধর্ম ঠাকুর প্রভৃতি নামে সূর্য দেবতার পুজো পশ্চিমবঙ্গের কোনও কোনও অঞ্চলে অত্যন্ত ব্যাপক। ধর্ম শব্দটি ডোমরাজ বা ডোমরায় শব্দটির একটি সংস্কৃতিকৃত রূপ। যমরাজ বা ডোমরায় শব্দের অর্থ ডোমদের রাজা অথবা ডোমজাতির ঈশ্বর। ডোমজাতি এখন হিন্দু সমাজের তপশিলি জাতিভুক্ত, বৌদ্ধ ধর্মের গৌরবময় যুগে সাধন ভজনের জন্য তাদের খ্যাতি ছিল।”
ধর্ম ঠাকুরের বাৎসরিক পুজো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকালের মধ্যে যে কোনও পূর্ণিমায় বা সংক্রান্তিতে হয়ে থাকে। দু একটি বিশেষ ক্ষেত্রে আষাঢ় সংক্রান্তিতে হয়। ধর্মারাজ ঠাকুরের বাৎসরিক পুজো করার সঙ্গে সঙ্গে এই উপলক্ষে সর্বত্র গাজন উৎসব অনুষ্ঠিত হয়।
বীরভূম জেলার সাঁইথিয়া থেকে বাসে লাভপুরগামী রাস্তায় ভালকুঠি বিষয়পুর গ্রাম। এখানেই রয়েছেন ধর্মরাজ খোঁড়া বাবা।এখান থেকে পাশের গ্রাম ব্যাধপাড়ায় ধর্ম ঠাকুর ফটিক বাবা ও দুর্গাপুর বাগদী পাড়া থেকে খেলারাম বাবা একসাথে একটি কাঁদরে স্নানে যান। বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় ভালকুঠি বিষয়েপুর গ্রামে ধর্মরাজের গাজন অনুষ্ঠিত হয়। এটি বহুদিনের একটি প্রাচীন গাজন। এইসময় উৎসবের আনন্দে সারা গ্রাম রঙিন হয়ে ওঠে। (Dharmaraj Gajon)
শক্তিপদ ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষক, ভ্রামণিক, জেলা ভ্রমণ গ্রন্থমেলা ও জেলার উৎসব ও মেলা গ্রন্থের লেখক, ভ্রমণ আড্ডা ও ভাবনায় ভদ্রেশ্বর পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য ও ট্রাভেল রাইটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য।