(Kanakata Pass)












কানাকাটা গিরিবর্ত্ম, কুমায়ুনের সুন্দরডুঙ্গা উপত্যকার এক অসাধারণ গিরিপথ। দিন আটেকের পদচারণায় যতই তার গভীরে প্রবেশ করেছি, ততই তার রূপে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। কী নেই তার সৌন্দর্যের ডালিতে!
আছে নৃত্যরতা চঞ্চলা নদীর আপন ছন্দে বয়ে চলা, মখমলের মতো সবুজ ঢেউ খেলানো বুগিয়ালে চড়ে বেড়ানো মেষের দল। আর আছে মাইকতোলি শৃঙ্গের রাজকীয় উপস্থিতি। দুর্গাকোট, ভানোটি, থারকোট, টেন্ট পিকের মতো শৃঙ্গের মাথায় সূর্যোদয় দেখবার স্বর্গীয় অনুভূতি। এছাড়াও, নাগকুন্ড আর দেবীকুন্ডের মতো দুই পবিত্র সরোবর ছুঁয়ে হাঁটা, এক বিরল প্রাপ্তি।
বরফ ঢাকা তীব্র চড়াই ভেঙে কানাকাটা গিরিবর্ত্ম জয় করা এবং ওপর থেকে দেখা স্বর্গীয় সুষমার পাশাপাশি আছে বিপদসঙ্কুল পথে অবতরণের ঝুঁকি। এ পথ প্রাপ্তির, প্রকৃতির ভাঁড়ার উপচে দেওয়া এক রঙিন উপঢৌকন। হৃদয়ের গভীরে রয়ে যাওয়া এক চিরস্থায়ী আলেখ্য। (Kanakata Pass)
অসামরিক প্রতিরক্ষা দফতরের অন্তর্গত ইছাপুর মেটাল অ্যান্ড স্টীল ফ্যাক্টরিতে কর্মরত। ছোট বেলা থেকেই ভ্রমণের নেশা। পাহাড়, কোস্টাল, মরুভূমি মিলিয়ে প্রায় ২০ বছরের ট্রেকিং জীবন। ছবি তোলার পাশাপাশি লেখালেখিতেও আগ্রহ আছে।
