আমার ছোটবেলার পুজোর সময় থিম পুজো ছিল। সে সময় বন্দুকে ক্যাপ ভরে ফাটাতাম। নতুন জামা পরতাম। নতুন খাবার খেতাম। বাবা মার সাথে বেড়াতাম। কলেজ জীবনকে ছোটবেলার মধ্যে ফেলা যায় কিনা জানি না। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম। পুজো দেখার জন্য আমি আমার সব বন্ধুদের রাসবিহারীর মোড়ে জড়ো করেছিলাম। এবং সেখান থেকে আমরা ঠাকুর দেখতে যেতাম। তখন দু’হাজার সাল। পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে হেমন্ত মুখার্জীর গান বাজত। কিশোর কুমারের নয়ন সরসী-ও শুনেছি। আবার অনেক প্যান্ডেলে শুধু সানাই বাজত। সত্যি বলছি, ওই বয়সে পুজো দেখা মানেই ছিল হুল্লোড় করে সবাই মিলে বেড়ানো। দেশপ্রিয় পার্কের কাছে নাগরদোলা থাকত। নাগরদোলায় চাপার উত্তেজনাই ছিল আলাদা। সে সব দিন আজ খুব মিস করি।
বন্দুক, ক্যাপ, ক্যাপ্টেন স্পার্ক : অনুপম রায়
তন্ময় দত্তগুপ্ত
সেপ্টেম্বর ৩০, ২০১৯

Bookmark (0)
Please login to bookmark
Close