সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালে, বাংলাদেশের ফরিদপুরে। মৃত্যু ২০১২ সালে কলকাতার বাড়িতে। মধ্যবর্তী সময়টিতে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় গদ্যসাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব, যদিও ওঁর সাহিত্যজীবনের শুরু হয়েছিল কবিতা দিয়ে। ১৯৫৩ সালে কবিতা পত্রিকা ‘কৃত্তিবাস’-এর যাত্রা শুরু তাঁরই হাত ধরে। বরাবর কবিতাকেই নিজের ‘প্রথম প্রেম’ বলে আসা সুনীল অবশ্য পরবর্তীকালে গদ্যকার হিসেবে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’ প্রকাশিত হয় ১৯৬৪ সালে দেশ পত্রিকায়। তারপর থেকেই গদ্যকার সুনীলের জয়যাত্রা শুরু। পূর্ব পশ্চিম, সেই সময়, প্রথম আলো-র মতো ম্যাগনাম ওপাস বেরিয়েছে তাঁরই কলম থেকে। পুরস্কারের সংখ্যা অগুন্তি। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার সবই ছিল ঝুলিতে।