[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
অর্ধেক আকাশের গণ্ডি পেরিয়ে নারীরা (Pioneer women) কবেই ডানা মেলেছে গোটা চরাচরে। শিল্প থেকে সাহিত্য, বিজ্ঞান থেকে প্রযুক্তি, কারিগরি থেকে কথকতা — প্রতিটি মঞ্চেই তাঁদের সগৌরব উপস্থিতি জানান দেয় বছরের প্রতিটা দিনই নারীদিবস (International women’s day), নারীশক্তির উদযাপনের দিন।
দেশে দেশে নারী ক্ষমতায়নের এই সামগ্রিক ছবির ছায়া পড়েছে ডাকবিভাগেও। কৃতী নারীদের কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু স্ট্যাম্প প্রকাশ করেছে নানা দেশের ডাকবিভাগ। আজ আন্তর্জাতিক নারী দিবসে (International women’s day) বাংলালাইভের পাঠকদের জন্য রইল সেই সব মহীয়সীদের ছবি সহ তেমনই কিছু দুর্মূল্য স্ট্যাম্পের ছবি…
কৃতজ্ঞতা স্বীকার : কলকাতার কথকতা গ্রুপ, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অনিন্দ্য কর, গৌতম মিত্র, দেবাশিস চ্যাটার্জি
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।