পণ্ডিত যশরাজ (Pandit Jasraj)। যাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে ‘দ্য গার্ডিয়ান’ (The Guardian) পত্রিকা লিখছে— ‘এমন অতুলনীয় প্রতিভা শতাব্দীতে একবারই জন্মায়।’ ২০২০ সালের ১৮ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে পণ্ডিত যশরাজকে সম্বোধন করতে গিয়ে এমনও লেখা হয়েছে— তিনি ‘ডেপথ অব সফটনেস (Depth Of Softness)।’ যাঁর সহজ সরলীকরণ, তিনি ছিলেন সেই মার্গের সঙ্গীতসাধক যিনি কোমলতার গভীরতম সুর স্পর্শ করতে পেরেছিলেন। পণ্ডিত যশরাজ ভারতের সেই সন্তান, যাঁর প্রাপ্তির ঝুলিতে রয়েছে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মবিভূষণ’। পণ্ডিত যশরাজ সেই কতিপয় ব্যক্তিত্বদের একজন, যাকে চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় শ্রেষ্ঠ নাগরিক সম্মানে সম্মানিত করে সম্মানিত হয়েছে দেশ।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।