(Little Magazine)
সত্যনিষ্ঠ বাংলা কবিতার যে বিবিধ রূপ কবিতার জগৎটিতে বিদ্যমান, তার মাঝে ‘দামোদর’ একটি ঐক্যের সন্ধান করে। ঐক্যটি ঘরানার নয়, সাধনার। ঐক্যটি অনন্য হৃদয়ের। আমরা বিশ্বাস করি, মনোযোগ নিষ্ঠা ও অধ্যাবসায়ের শ্রমের মধ্যে দিয়ে ভিন্ন ঘরানার মাঝেও সাধনার এই ঐক্য উপলব্ধি করা সম্ভব। অক্ষরে মনোযোগ স্থাপন করে আমরা শুনতে চেষ্টা করি কবির ইন্দ্রিয়-আহরণের ধ্বনি; অনুভব করতে চেষ্টা করি তন্ময়তার প্রকৃতি ও পরিবেশ; তাঁর মানসভ্রমণ; তাঁর চৈতন্যলোক, যেখানে হয়তো একটি ঝকঝকে দৃশ্য আবছা হতে হতে পায়রা হয়ে উড়ে যাচ্ছে, বা যেখানে নীরবতার মায়াময় মাদুরে জন্তুকুল, এমনকী জড়জগৎও, হাত-পা ছড়িয়ে গল্প করতে বসছে হরদম; আবার হয়তো ওই একই দৃশ্য অন্য কোনো কবির অন্যরকম ধ্যানমগ্নতার ভিতর উড়ে আসছে এক দঙ্গল কৃষ্ণকায় মেঘ হয়ে, যার বুক থেকে প্রগাঢ় বৃষ্টি ঝরে পড়ছে প্যালেস্তাইন কিংবা ইউক্রেন কিংবা ছত্তিশগড়ের ধ্বংসস্তূপের ওপর। (Little Magazine)
আরও পড়ুন: লিটল ম্যাগাজিন কর্নার
কবি ও কবিতা যদি এরকম ভিন্ন অথচ স্বতঃস্ফূর্ত ও সুচেতা কোনো জগতের সন্ধান দিতে পারে, আমরা তাকে ভালোবেসে ফেলি; কারণ আমরা অনুধাবন করতে পারি যে, মৌহূর্তিক ও সস্তা চাওয়া-পাওয়ার লোভী জগতের বাইরে যে চিরন্তন আনন্দ-বেদনাময় জগৎ সেখানেই তাঁর বসবাস, সেখানেই বাঁচা-মরা। এই স্বাধীন পৃথিবী নির্বাচন, তার সঙ্গে আজীবন এঁটে থাকার দৃঢ়তা এবং সর্বোপরি চিন্তাচেতনার গভীর ও সূক্ষ্মতর প্রদেশে পৌঁছে, মনের ভাষায় তাকে প্রকাশ করাই সাধনা। ঘরানা যাই হোক-না-কেন, সাধনার এই ঐক্যই আমাদের পাঠকমনের দাবি। পাঠক হিসেবে আমাদের পক্ষপাত নিশ্চয়ই আছে; কিন্তু তাকে আমরা ম্যানিফেস্টো বানাতে চাই না; তার পরিবর্তে বহুত্ব এবং তার হৃদয়ে জাগ্রত অনন্য হৃদয়ের এই ঐক্যের সন্ধানই আমাদের পথ। (Little Magazine)

সেই পথেই কবি দেবাশিস্ তরফদার আমাদের আত্মীয় হয়ে উঠেছেন। একদিন তাঁর বাড়িতে তাঁকে জিগ্যেস করেছিলাম, কবিতায় কৃত্রিম বুদ্ধি (AI) থেকে মুক্তির উপায় কী? তিনি তৎক্ষণাৎ বললেন, “হৃদয় ও প্রাণ”। তিনি হৃদয়ের কবি, প্রাণের কবি। এবারের ক্রোড়পত্র হয়েছে তাঁর কাব্যভুবনকে ভালোবেসেই। তাঁর কবিতার প্রকৃতি ও পরিবেশটিকে জেনে-বুঝে নিতে চেষ্টা করেছি আমরা। কীভাবে তা সম্পন্ন হয়েছে তা পত্রিকাটি পড়লেই বোঝা যাবে, এখানে তার বিস্তারে যাচ্ছি না। শুধু এটুকু বলা প্রয়োজন যে, কবি যেভাবে একজন কল্যাণকামী দ্রষ্টার ভূমিকায় আপন সৃজনধারাটিকে অদ্যাবধি বহমান রেখেছেন বিভিন্ন শাখায়— কবিতায়, উপন্যাসে, গল্পে, প্রবন্ধে, অনুবাদে ও সম্পাদনায়— আমরা তার সম্পূর্ণ রূপ পত্রিকার পরিসরে ধরতে পারিনি। একটি ক্রোড়পত্রে তাঁকে ধরা যায় না। (Little Magazine)
তবু তাঁর ছায়ায় এসে বসাটাও তারুণ্যের কাছে অনিবার্য। আশা করি এই সীমিত প্রচেষ্টার মধ্যে দিয়েই সমগ্রের একটি ছবির আভাস অন্তত আমাদের পাঠকরা পাবেন।
তাঁকে নিয়ে একটি বিশেষ সংখ্যা হওয়াই উচিত। কিন্তু আমরা যেহেতু সাধারণ সংখ্যাই করি এবং মনে করি যে-সমস্ত শাখাগুলিতে কবির বিচরণ সেগুলি তাঁর কবিসত্তারই বহিঃপ্রকাশ, আমরা মূলত তাঁর কবিতা নিয়েই কাজ করতে চেয়েছি; আর ধরতে চেয়েছি তাঁর মতো সাহিত্যপথিকের বিশ্বজনীন মনটিকে; এবং ফ্যাসিতন্ত্র ও পুঁজিতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ়চেতা ভূমিকাটিকেও। যদিও আমাদের মতো আনকোরার পক্ষে যে তাঁর মতো বিরাটকে ধরা কার্যত অসম্ভব, আমাদের কাজ যত এগিয়েছে বিলম্বিত লয়ে, তত সে-কথা স্পষ্টতর হয়েছে। তবু তাঁর ছায়ায় এসে বসাটাও তারুণ্যের কাছে অনিবার্য। আশা করি এই সীমিত প্রচেষ্টার মধ্যে দিয়েই সমগ্রের একটি ছবির আভাস অন্তত আমাদের পাঠকরা পাবেন। (Little Magazine)

ক্রোড়পত্র থাকলেও, আপনারা জানেন, ‘দামোদর’-এর প্রতিটি সংখ্যাই সাধারণ সংখ্যা। এই সংখ্যাতেও থাকল গৌরাঙ্গ ভৌমিকের একগুচ্ছ অগ্রন্থিত কবিতা, প্রবীণ ও নবীন কবিদের বৈচিত্র্যময় অপ্রকাশিত কবিতা, অনির্বাণ ধরিত্রীপুত্রের একটি মননশীল প্রবন্ধ, নির্মল হালদারের একগুচ্ছ মরমি গদ্য, অমিতাভ মণ্ডলের দুটি মর্মস্পর্শী দীর্ঘকবিতা এবং প্রাচীন হেইয়ান যুগের দু-জন জাপানি নারীর ‘তানকা’ নামক বিশেষ ছন্দে লেখা কবিতার বাংলা অনুবাদ। নবীন ও প্রবীণ লেখকগণ তাঁদের গুরুত্বপূর্ণ রচনাগুলি আমাদের ভরসা করে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। বলা প্রয়োজন, অনুবাদের বিভাগটি এই সংখ্যায় ক্রোড়পত্রের অংশ। প্রতিটি বিভাগই আমরা যত্ন নিয়ে করতে চেষ্টা করেছি। প্রতিটি সংখ্যাতেই করি। (Little Magazine)
তবুও যে-কথাটি অকপটে স্বীকার করা দরকার তা হল চেষ্টা সত্ত্বেও প্রতিটি সংখ্যাতেই আমাদের কিছু ভুলত্রুটি থেকে যাচ্ছে। এই যেমন গত সংখ্যার সম্পাদকীয়তেই ‘চিত্তোৎকর্ষতা’ শব্দটি অনবধানবশত থেকে গেছে; পাঠক নিশ্চয়ই বুঝেছেন ওটি ‘চিত্তোৎকর্ষ’ হবে। এরকম আরও কিছু আছে। অনিচ্ছাকৃত এই ত্রুটিগুলির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। প্রিয় পাঠক, আর যে-কথাটি বলা প্রয়োজন বোধ করছি তা হল, পত্রিকায় প্রকাশিত লেখাগুলির মধ্যে দিয়ে লেখকগণ স্বাভাবিকভাবেই তাঁদের নিজস্ব মত ও চিন্তা ব্যক্ত করেন; আমরা তাঁদের চিন্তন বা প্রতিপাদ্য বিষয়গুলির প্রতি শ্রদ্ধাশীল হলেও, সমস্ত দৃষ্টিভঙ্গি ও শব্দচয়নের সঙ্গে সহমত না-ও হতে পারি। হইও না সবসময়। সহৃদয় পাঠক আশাকরি তা বিবেচনায় রাখবেন। (Little Magazine)
বৃহৎপুঁজি-নিয়ন্ত্রিত এই পুরুষতান্ত্রিক ও ভোগবাদী সমাজকাঠামোর ভিতর জন্ম-নেওয়া একটি শিশুর মনে ও আচরণে ন্যায় নীতি দয়া করুণা ও আত্মনিয়ন্ত্রণের মতো মানস অভ্যাসগুলিকে কীভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়— সে-বিষয়ে আমাদের কি কোনো সুনির্দিষ্ট ভাবনা আজ আর অবশিষ্ট আছে?
সব শেষে বলি, সম্প্রতি আর. জি. কর হাসপাতালে একজন কর্তব্যরত তরুণী চিকিৎসকের প্রাণ নৃশংসভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই নজিরবিহীন ও ভয়াবহ ঘটনার কঠোর ভাষায় নিন্দা করেছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। আশার কথা এই যে, সচেতন মানুষ শাসকের রক্তচক্ষুর ভয়কে জয় করে, দীর্ঘ নীরবতা ভেঙে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এই জনজাগরণ, গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত বিশেষ ছড়িয়ে না পড়লেও, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়েই কি ধর্ষণ ও ধর্ষণপ্রবণতাকে লাগাম পরানো যাবে? গেছে? নারী-পুরুষ নির্বিশেষে লোভ, লালসা ও বলপূর্বক ভোগদখলের প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে কী কী করা উচিত সে-কথা কি আমরা আদৌ ভাবছি? (Little Magazine)
বৃহৎপুঁজি-নিয়ন্ত্রিত এই পুরুষতান্ত্রিক ও ভোগবাদী সমাজকাঠামোর ভিতর জন্ম-নেওয়া একটি শিশুর মনে ও আচরণে ন্যায় নীতি দয়া করুণা ও আত্মনিয়ন্ত্রণের মতো মানস অভ্যাসগুলিকে কীভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়— সে-বিষয়ে আমাদের কি কোনো সুনির্দিষ্ট ভাবনা আজ আর অবশিষ্ট আছে? তিলোত্তমা বা অভয়াদের ন্যায়বিচার দাবি করার পাশাপাশি এই ধরনের প্রশ্নগুলিকেও আমাদের সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কবি দেবাশিস্ তরফদারের ভাবনার জগতে কিন্তু এইসব প্রশ্ন ও তার উত্তরের বৃহৎ একটি প্রেক্ষাপট আছে; এবং ক্রোড়পত্রে তা উপেক্ষিত থাকেনি। সেদিক থেকেও আমাদের এই সংখ্যাটি প্রাসঙ্গিক। (Little Magazine)
সম্পাদক
উজ্জ্বল ঘোষ
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
(বানান অপরিবর্তিত)
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
