(Little Magazine)
ওদের প্রতিটি হাহাকারের ভিতর তুমি জন্ম শেখ ইমাদুল হক (Little Magazine)
নাও প্রতিটি রক্তের দাগের উপর মেলে দাও গোবিন্দ দাস (Little Magazine)
তোমার দিগন্তব্যাপী ডানা আমরা শিউরে উঠে রতন দাস (Little Magazine)
দেখি এ তো ডানা নয় কোনও এক নির্মম দর্পণ সুপ্রিয়া জানা (Little Magazine)
বীভৎস গিরগিটির প্রত্যেকটা রূপান্তর সে কী শম্ভু পাল (Little Magazine)
নিখুঁতভাবে ধরে রেখেছে মঞ্জুলা দাস (Little Magazine)
আরও পড়ুন: আমি আর লীনা হেঁটে চলেছি পত্রিকার, নভেম্বর ২০২১ সংখ্যার সম্পাদকীয়
আমাদের সমস্ত অস্থিরতা নিয়ে তুমি উড়ে যাও রাজারাম দাস
প্রিয় মথ ওই নিহত খেতের উপর দিয়ে দ্যাখো পবিত্র দা (Little Magazine)
ওই মৃত সবুজের কবর ঘিরে রেখেছে পুঁজিবাদের সাকিলা বিবি (Little Magazine)
উঁচু ও উদ্ধত প্রাচীর দ্যাখো সৃষ্টির ভিতর শেখ রাজা (Little Magazine)
সংক্রমণ বারুদের গন্ধে বাতাস এখনও স্তব্ধ প্রলয় গিরি (Little Magazine)
উন্নয়নের সাইনবোর্ড আর অধিগ্রহণের নোটিসের সুব্রত সামন্ত (Little Magazine)
ওপর তুমি লিখে দাও স্বাভাবিক নিসর্গের দুর্গাপদ মাইতি (Little Magazine)
অধিকার
তুমি এই প্রকৃতিজন্মের কথা পৌঁছে দাও
চারিদিকে
সম্পাদকীয় ভাষ্য – সৌতিক সেন, প্রচ্ছদ পরিকল্পনা ও নির্মাণ – সৌতিক সেন সম্পাদক- কুন্তল মুখোপাধ্যায় প্রকাশক – রাহুল বিদ
দেখভাল- সৌতিক, শ্যামসুন্দর, সারথি (Little Magazine)
Little Magazine)
(বানান অপরিবর্তিত)
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।