আঁচড়
দাগ থেকে যাবে
রাত পোশাকের গায়
তোমার আঁচড় যন্ত্রণা চেনাবে
বিষাদ লুকোনো আছে
বালিশের নীচে
তুমি তো প্রেমিক ছিলে
কম্পন চেনো নি
তবে কেন চুম্বন বাকি রেখেছিলে
রাজ্যপাট বেড়েছিল তোমার প্রশ্রয়ে
শান্তদুপুরে
শেষ ডাক ফিরে গেলে এইবার
আজন্ম যন্ত্রণা পোহাবে।
চিরায়ত
এ ভারী ছলনা
আলো-জল- মাটির দেশে
পক্ষকাল অন্ধকার
চাঁদের গায়ে নেমে এসে
আলো সরে গেলে
দাগ ছোপ বিবর্ণ কথার
একলা ভাসে
সুসজ্জিত জাহাজ
বড় খিদে পায়
তৃষ্ণা পায়
ভিজে গায় শীত ধরে
ফাঙ্গাস কাঠের শরীরে
সাদা হয়ে এলে ঠোঁট
বড় অভিমান পায়
কতোদিন ভালো করে
আদর করো নি
নোঙরের টানে ভাসা
আর সমীচীন নয়
এইবারে
ভেসে যাওয়া ভালো।
বিদিতা ভট্টাচার্য্য চক্রবর্ত্তী উত্তর আমেরিকার নিউজার্সি নিবাসী। অনেক বছর ধরে বাচিকশিল্পী, আবৃত্তিকার ও সঞ্চালিকা হিসেবে দেশে ও বিদেশে কাজ করছেন। সঙ্গে একটু আধটু লেখালিখি। যাপন কবিতা, তুলি ও কলম। দীর্ঘ ১৫ বছর বিজ্ঞান বিষয়ে শিক্ষকতার পাশাপাশি বিদিতার অনুরাগ সাহিত্য। আর বিশ্বাস কলমের ঠোঁটে মিথ্যে রাখা নেই।
7 Responses
Very nice poem Bidita.
Thank you dear Ranjita di..
সৎ কবিতা, সহজ প্রকাশ, ভালো লাগল !
Thank you Uddalak da…tomar motamot peye khub bhalo lagche..
Valo laglo
Thank you Sanjukta..khub bhalo lagche apnar motamot peye..
খুব সুন্দর একটা অভিযোগ আছে ,,,কবিতায়।