বাইশ বছর ধরে শুয়ে আছ
ঠান্ডা, কালো পাথরের পাশে,
ওবেলিস্ক জড়িয়ে জড়িয়ে বনজুঁই উঠেছে উপরে
তারপর সব শূন্য দেখে ফের শুঁড় নামিয়েছে।
তোমার জন্মসাল মুছে গেছে, মৃত্যুর তারিখ
এখনও যাচ্ছে পড়া
বাইশ বছর শিরিষ গাছের ছায়া, ফুলের রঙিন চুল
উড়ে এসে পড়েছে এখানে
রাধিকা গোমেজ!
তোমাদের ধর্মে কোন পুনর্জন্ম নেই
তাই তোমাকে ছোঁয়ার জন্য
এপিটাফে ক্লান্ত ঠোঁট রাখি
মীরা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬১ সালে কলকাতায়। শৈশবে প্রচণ্ড দারিদ্রের সঙ্গে দাঁতে নখে লড়াই করতে হয়েছে। অভাবের জন্য লেখাপড়া হয়নি বেশি দূর। শিক্ষকতার ইচ্ছেপূরণ হয়নি। ডাকবিভাগে চাকরি করেছেন। কবিতা লেখার শুরু যৌবনেই। তবে মাঝে বহু বছর লেখা বন্ধ ছিল পারিবারিক কারনে। অবসরের পর নতুন করে শুরু। প্রকাশিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ-- 'ছন্ন সেরেনাদ কিংবা' এবং 'অরোরা বোরিয়ালিস'।