অন্তর্বিম্ব
একটু বোসো।
বুকের মধ্যে আসন পেতে
একটু বোসো।
বুকের মধ্যে দেখো–
একটা নিমগাছ তার পাতা থেকে
বৃষ্টির রেণু
ছড়িয়ে ছড়িয়ে ছড়িয়ে ছড়িয়ে
চারদিকে কেমন মুঠো মুঠো
মন-খারাপ ভাসিয়ে দিচ্ছে।
বুকের মধ্যে দেখো–
তাজমহলের গা-থেকে বেরনো সেই আশ্চর্য আলোটা
কেমন তোমার পায়ের কাছে এসে আলতো বিছিয়ে আছে।
বুকের মধ্যে শোনো—
মানালির পাইনবনের ঢাল বেয়ে
ঝর্ণার খঞ্জনী
নাচতে নাচতে নাচতে নাচতে
নেমে আসছে তোমার কাছে।
বুকের মধ্যে শোনো—
রবিশঙ্করের সেতার কেমন
তোমার না-বলা কথাগুলো
ভিজিয়ে মাখিয়ে পেলব করে
পৌঁছে দিচ্ছে তোমার গহনে।
দেখো–
ঝরনার রুপোলি ঝননন
সেতারধ্বনির রুনুঝুনু পা-ফেলা
শোনো—
বৃষ্টিরেণুর শীৎকার
তাজমহলের আলোর দ্রিমিদ্রিমি।
একটু বোসো।
বুকের মধ্যে আদর পেতে
একটু বোসো।

মেলায়
মেয়েটি গিয়েছিল মেলায়।
মেলায় অনেক দোকান।
দোকানে দোকানে দোকানে
দোকানে
লাল নীল হলুদ কমলা বেগনির
চোখ-ঝলসানো মহোৎসব–
কোনো দোকানে চুড়ি, শুধুই চুড়ি
গালার কাচের কাঠের প্লাস্টিকের চুড়ি
কোনো দোকানে শাড়ি–
পশমী রেশমী ঢাকাই বোমকাই শাড়ি
কোনো দোকানে স্বপ্ন–
কোনোটা সোনালি সুতোর মত জড়ানো জড়ানো
কোনোটানীলচে ধূসর
মেঘ-মেঘ গন্ধ-মাখা
কোনোটা রুপোলি স্বচ্ছ জ্যোৎস্না দিয়ে
আলতো করে মোড়া,
কোনো দোকানে নানান চেহারার হাসি—
কোথাও বা স্বাদের দু:খ,
নোনতা তেতো টক-ঝাল, এমনকি মিঠেও।
মেয়েটা ভাবল, কী কিনবে।
তার কাছে তো একটাই জীবন।
সে ভাবতে লাগল, ভাবতে লাগল,ভাবতে লাগল।
এমন সময় আকাশে ফুটল একটা তারা
তারাটা তার হাত ধরে টানতে লাগল,
টানতে লাগল, টানতে লাগল।
মেয়েটির হাত চলে গেল আকাশে
তার শরীর পড়ে রইল মেলার মাঠে
যেখানে চুড়িরা শাড়িরা স্বপ্নেরা হাসিরা দুঃখেরা
তাকে বলছিল, ‘আমায় নিবি? আমায় নিবি?’
*ছবি সৌজন্য: benahce.net, fineartamerica.com
ইংরেজি সাহিত্যে লেডি ব্রাবোর্ন কলেজের মেধাবী ছাত্রী সুতনুকা কর্মজীবন শুরু করেছিলেন আজকাল-এ সাংবাদিকতা দিয়ে, গৌরকিশোর ঘোষের সাহচর্যে। কাজ করেছেন সন্দীপন চট্টোপাধ্যায়, হামদি বে, তপেন চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীদের সঙ্গে। পরে সরকারি স্কুলে ইংরেজি সাহিত্যের মাস্টারিতে মনোনিবেশ করেন। তবে কবিতার সঙ্গে তাঁর ওঠাবসা-ভালোবাসায় ছেদ পড়েনি কখনও। কবিতা ছাড়াও লিখেছেন প্রবন্ধ, ছোটদের ইংরেজি শেখানোর কলাম, ছোটগল্প। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন দেশ-বিদেশ ঘুরে আর অজস্র বই পড়ে।
One Response
আদর পেতেও বসা যায়। অবশ্য কেবল বুকের মধ্যে। ভারি ভালো লাগলো।
দিতে চাইলেই কি নেওয়া যায়? পেতে চাইলে সময়ে টান দিতে হয়। সেই টানেই যাওয়া, পাওয়াও। বেশ বলেছেন।