চেনা অভিমান ছেড়ে যেতে হয় জানি
আমার ঘরেও গোধূলি নামবে কাল
কিছু অভিযোগ তুলে রাখে হয়রানি
দৃষ্টি মাপছে নতুন চোখের জাল।
গুছিয়ে রেখেছি পুতুল খেলার সাজ
কান্না মুছল অতীত স্মৃতির রং
আকাশের বুকে স্বপ্নের কারুকাজ
পরের নাটক আসল নাকি সে ঢং।
নির্বাচনেও বিজ্ঞাপনের মুখ
পথিক খুঁজছে নতুন সরাইখানা
মেঘের নীচেই আঘ্রাণ হারা সুখ
উড়বে বলেই অপেক্ষারত ডানা।
চেনা বিশ্বাস ছেড়ে যেতে হয় জানি
ঘরের কোনায় অন্ধকারের ভয়
বিদায় দিয়েছি শ্রদ্ধার ফুলদানি
পুরোনো ভেঙেই নতুন গড়তে হয়।।
*ছবি সৌজন্য: Pinterest
দেবাশিসের পড়াশোনা অর্থনীতি নিয়ে। বর্তমানে সরকারি চাকুরে। বাংলা কবিতা, উপন্যাস পড়তে ভালো লাগে। কবিতা লেখাও সেই ভাললাগা থেকেই।
3 Responses
খুব সুন্দর।
অসাধারন…লেখাটা
মনের কোণায় লুকিয়ে থাকা ভয়টাকে খুব সুন্দর ভাবে প্রকাশ করেছে কবি। ভালো লাগলো।