ডুব দাও, দেখো জুড়োবেই
আঁধার তো শীতল মেয়ে, আর কেউ নয়
তোমার কানের রোমে এসে বসেছে মৌরলার ঝাঁক
তারা কী বলছে, শোনো, বলছে সেই কৃষিকাজের কথা
যেখানে ফসল আর ক্ষেত দুই বন্ধু চিরকাল
উড়ছে দিগন্তে লীন মাছরাঙা রঙের মৌতাত
দূ-র বেয়ে ডেকে উঠছে হন্যে হওয়া হাওয়ার বল্কল–
‘ও মনু…ঘরে ফিরে চল…আজ সব কাজ শেষ হল!‘
তুমি চির অচেনা যুবক
কালভার্টে বসে থাক কোকিলের গানের মতন
লেখো বৃন্ত
লেখো কুর্চিফুল
তোমাকে দেখছি, তুমি বটগাছ হয়ে যাচ্ছ ক্রমে….
ডুব দাও, নাভি ঠান্ডা হবে
এইবার ঘরে ফিরে লিখতে বসবে তুমি অযাচিত মাটির কবিতা…
*ছবি সৌজন্য: Pinterest
4 Responses
খুব ভালো একটা কবিতা পড়লাম – কবির কবিতা অক্ষয় হোক।
অনেক ধন্যবাদ আপনাকে…
ঝিলমের কবিতার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। নিখুঁত শব্দে ও ভাববিন্যাসে তাঁর এক একটি কবিতা অমোঘ হয়ে ওঠে। এই কবিতাটিও তেমন। কবি ও বাংলা লাইভ ডট কম-কে আমার শুভেচ্ছা অফুরান।
কবিতায় সত্যের দিকে এই ভূমিকাবিহীন ইঙ্গিত বড়ো ভালো লাগে।