আমরা হাঁটছিলাম, শীর্ণ ক্লিষ্ট ভাঙাচোরা কজন মানুষ
তীর্থযাত্রীরই মতো, যারা জানে তারা আর
তীর্থযাত্রীরই মতো, যারা জানে তারা আর
ফিরবে না
দুটি খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে পথ।
ফেলে আসা পাথরের উপত্যকা বেয়ে
শুকনো ঝাপটা আসছে বাতাসের,
বাতাস না বলে তাকে ল্যাসো বললে ঠিক হয়।
আমরা হাঁটছিলাম, এ ওকে আঁকড়ে ধরে
এই গিরিখাতটুকু পেরোলে কি
দুধ ও মধুর দেশ!
আমরা হাঁটছিলাম
সুতীব্র ল্যাসোর টান অগ্রাহ্য করেও
বিবিক্ত কজন, তীর্থযাত্রীরই মতো বিষণ্ণ মানুষ।
মীরা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬১ সালে কলকাতায়। শৈশবে প্রচণ্ড দারিদ্রের সঙ্গে দাঁতে নখে লড়াই করতে হয়েছে। অভাবের জন্য লেখাপড়া হয়নি বেশি দূর। শিক্ষকতার ইচ্ছেপূরণ হয়নি। ডাকবিভাগে চাকরি করেছেন। কবিতা লেখার শুরু যৌবনেই। তবে মাঝে বহু বছর লেখা বন্ধ ছিল পারিবারিক কারনে। অবসরের পর নতুন করে শুরু। প্রকাশিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ-- 'ছন্ন সেরেনাদ কিংবা' এবং 'অরোরা বোরিয়ালিস'।