জল থইথই জল থইথই
পদ্মপাতায় জল।
মেঘ ছুঁইছুঁই মেঘ ছুঁইছুঁই
করছে রে টলটল।
মন উড়উড় মন উড়উড়
মেলছে ডানা মন।
মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
ডাকছে অনেকক্ষণ।
ফুল দোলদোল ফুল দোলদোল
দুলছে হাওয়ায় ফুল।
মন উতরোল প্রাণ উতরোল
গাইছে রে বুলবুল।
সব চুপচুপ সব চুপচুপ
আঁধার ঘিরে আসে।
জল ঝমঝম জল ঝমঝম
ছোট্ট শালুক হাসে।
জল থইথই জল থইথই
উঠোন জুড়ে জল।
মেঘ ছুঁইছুঁই মেঘ ছুঁইছুঁই
ভিজবি নাকি চল!
*ছবি সৌজন্য: Saatchiart.com
জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে পি এইচ ডি ডিগ্রি করেছেন। কোনও প্রাতিষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত নন। ফ্রি ল্যান্স অনুবাদকের কাজ আর সামাজিক মাধ্যম এবং ছোট পত্রিকায় লেখালিখি করেন।