Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সপ্তাহ শেষের সঙ্গী সবুজ

বাংলালাইভ

সেপ্টেম্বর ২৬, ২০১৯

Bookmark (0)
Please login to bookmark Close

সপ্তাহজুড়ে অফিসের ক্ল্যান্তি কাটাতেই হোক বা বন্ধুবান্ধব‚ পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে‚ উইকএন্ড-এ ঘুরে আসতে পারেন কলকাতার কাছেপিঠে অবস্থিত এই রিসর্টগুলোতে|

# বাবলি : বীরভূমেই ১২ একর জায়গা নিয়ে তৈরি বাবলি ফর্ম| অতিথিদের জন্য জঙ্গলে থাকার ব্যাবস্থা আছে | সবুজের সমারোহ‚ সতেজ প্রকৃতি এবং পাখির কলতানে ভাঙবে ঘুম| সকালে প্রাতঃরাশের জন্য চলে যান সহদেবদার ক্যান্টিনে| জঙ্গল ট্রেকিং এর ব্যাবস্থাও আছে | চাইলে দূরবীনে চোখ রেখে রং বেরঙের পাখি দেখতে পারেন বা দুপুরটা মাছ ধরেও কাটাতে পারেন| পাশেই শান্তিনিকেতন বা মন চাইলে কাছাকাছি গ্রাম থেকেও ঘুরে আসতে পারেন|

কোথায় : দ্বারন্দা‚ শান্তিনিকেতনের কাছে|
যোগাযোগ : ৯৪৭৪৭৭২৭১৫‚ অনলাইনেও বুকিং হয়|
ঘরভাড়া : ১৪০০ টাকা প্রতিদিন |

# আমবাগান : নদীর ধারে আমবাগান ট্রি হাউস রিসর্ট যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে| গোটা রিসর্টের চারিদিক আমগাছ দিয়ে ঘেরা| এই বাগানে মিলবে প্রায় ২৫ ধরনের আমগাছ| রিসর্টের ঘরের নামগুলো ও বেশ মজাদার | কোনওটার নাম গোলাপখাস‚ কোনওটার আবার হিমসাগর তো কোনটার নাম তোতাপুরি| রিসর্টে পৌঁছানো মাত্র ঠান্ডাই হিসেবে মিলবে নারকেলের জল| এখানকার বিশেষত্ব হল‚ রিসর্টের গাছের উপর থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন|

কোথায় : পশ্চিম শিবপুর‚ আরামবাগ| কলকাতা থেকে গাড়ি করে ঘন্টা তিনেক লাগবে |
যোগাযোগ : ৯২৩০০৮৫০৮৪
ঘরভাড়া : ৪০০০ টাকা প্রতিদিন  |

# মোরাম : শান্তিনিকেতনে অবস্থিত এটা আরও একটি ইকো ফ্রেন্ডলি রিসর্ট| ৩ একর জমির ওপর অবস্থিত এই রিসর্ট স্থানীয় কারিগরদের উৎসাহ দেয়| রিসর্টে চারিদিকে রং-বেরঙের ফুল‚ ঘাস লতাপাতা দিয়ে ঘেরা| এছাড়াও এই রিসর্টে ব্যাবহৃত সব জিনিসই বাওডিগ্রেডেবল| বারান্দায় বেতের চেয়ারে বসে ক্লান্ত মনকে সতেজ করতে পারেন বা সন্ধ্যেবেলায় আদিবাসীদের নাচ গান ও দেখতে পারেন| তবে বাড়ি ফেরার আগে অবশ্যই মাটির পুতুল‚ গয়না কিনতে ভুলবেন না|

কোথায় : দেবানন্দপুর‚ শান্তিনিকেতন|
যোগাযোগ : ০৩৩২৫৫৫০২১৩/ ৯৮৩০৩৭৮৯৪৪
ঘরভাড়া : ২০০০ টাকা প্রতিদিন |

# বনলতা রিসর্ট : জঙ্গলের মাঝে হরিণদের সঙ্গে যদি সময় কাটাতে চান‚ তা হলে বনলতা রিসর্ট আপনার জন্য আদর্শ| বাঁকুড়ার জয়পুর জঙ্গলে রিসর্টের অবস্থান হলেও নাগরিক জীবনের সবরকম আরাম স্বাচ্ছন্দ্য পাবেন সেখানে| শাল‚ পিঁয়ালের তলায় বসে ভালই সময় কাটবে আপনার|

কোথায় : জয়পুর‚ বাঁকুড়া|
যোগাযোগ : ৯৭৩২১১১৭০৬
ঘরভাড়া : প্রতিদিন ২,২৪০ টাকা থেকে আরম্ভ

# পলাশবাড়ি : নাম শুনেই নিশ্চই আন্দাজ করতে পারছেন? এই রিসর্ট হাজারখানেক পলাশ গাছে ঘেরা| যাওয়ার আদর্শ সময় হল শীতের শেষে বা বসন্তকালে| চারিদিক তখন আগুনরঙা পলাশের সমারহ দেখে মনে হবে আপনি স্বপ্নরাজ্যে বিচরণ করছেন|

কোথায় : বরন্তি‚ পুরুলিয়া|
যোগাযোগ : ৯০৫১৬১৬০১২‚ কলকাতার অফিসের ঠিকানা : ভি আই পি এনক্লেভ‚ ব্লক A/1, কাজি নজরুল ইসলাম সরণি |
ঘরভাড়া : ৮০০ টাকা প্রতিদিন |

# বেলুন : মাছ‚ পরিযায়ী পাখির ভিড়ে দিন কাটাতে চান? তা হলে দিব্যি ঘুরে আসতে পারেন বর্ধমানের শহরতলীর এই রিসর্টে| বর্ধমানের কেতুগ্রামে অবস্থিত বেলুন রিসর্ট| নদীর ধারে পিকনিক হোক বা গ্রামে ঘুরে ঘুরে ছবি তোলা সব কিছুর ব্যাবস্থা আছে|

কোথায় : কেতুগ্রাম‚ বর্ধমান|
যোগাযোগ : ৭০০৩১০৯৫০৪
ঘরভাড়া : ঘরভাড়া প্রতিদিন ২.২৫০ টাকা থেকে শুরু

Banglalive.com Logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Picture of বাংলালাইভ

বাংলালাইভ

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
Picture of বাংলালাইভ

বাংলালাইভ

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস