সপ্তাহজুড়ে অফিসের ক্ল্যান্তি কাটাতেই হোক বা বন্ধুবান্ধব‚ পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে‚ উইকএন্ড-এ ঘুরে আসতে পারেন কলকাতার কাছেপিঠে অবস্থিত এই রিসর্টগুলোতে|

# বাবলি : বীরভূমেই ১২ একর জায়গা নিয়ে তৈরি বাবলি ফর্ম| অতিথিদের জন্য জঙ্গলে থাকার ব্যাবস্থা আছে | সবুজের সমারোহ‚ সতেজ প্রকৃতি এবং পাখির কলতানে ভাঙবে ঘুম| সকালে প্রাতঃরাশের জন্য চলে যান সহদেবদার ক্যান্টিনে| জঙ্গল ট্রেকিং এর ব্যাবস্থাও আছে | চাইলে দূরবীনে চোখ রেখে রং বেরঙের পাখি দেখতে পারেন বা দুপুরটা মাছ ধরেও কাটাতে পারেন| পাশেই শান্তিনিকেতন বা মন চাইলে কাছাকাছি গ্রাম থেকেও ঘুরে আসতে পারেন|
কোথায় : দ্বারন্দা‚ শান্তিনিকেতনের কাছে|
যোগাযোগ : ৯৪৭৪৭৭২৭১৫‚ অনলাইনেও বুকিং হয়|
ঘরভাড়া : ১৪০০ টাকা প্রতিদিন |

# আমবাগান : নদীর ধারে আমবাগান ট্রি হাউস রিসর্ট যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে| গোটা রিসর্টের চারিদিক আমগাছ দিয়ে ঘেরা| এই বাগানে মিলবে প্রায় ২৫ ধরনের আমগাছ| রিসর্টের ঘরের নামগুলো ও বেশ মজাদার | কোনওটার নাম গোলাপখাস‚ কোনওটার আবার হিমসাগর তো কোনটার নাম তোতাপুরি| রিসর্টে পৌঁছানো মাত্র ঠান্ডাই হিসেবে মিলবে নারকেলের জল| এখানকার বিশেষত্ব হল‚ রিসর্টের গাছের উপর থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন|
কোথায় : পশ্চিম শিবপুর‚ আরামবাগ| কলকাতা থেকে গাড়ি করে ঘন্টা তিনেক লাগবে |
যোগাযোগ : ৯২৩০০৮৫০৮৪
ঘরভাড়া : ৪০০০ টাকা প্রতিদিন |

# মোরাম : শান্তিনিকেতনে অবস্থিত এটা আরও একটি ইকো ফ্রেন্ডলি রিসর্ট| ৩ একর জমির ওপর অবস্থিত এই রিসর্ট স্থানীয় কারিগরদের উৎসাহ দেয়| রিসর্টে চারিদিকে রং-বেরঙের ফুল‚ ঘাস লতাপাতা দিয়ে ঘেরা| এছাড়াও এই রিসর্টে ব্যাবহৃত সব জিনিসই বাওডিগ্রেডেবল| বারান্দায় বেতের চেয়ারে বসে ক্লান্ত মনকে সতেজ করতে পারেন বা সন্ধ্যেবেলায় আদিবাসীদের নাচ গান ও দেখতে পারেন| তবে বাড়ি ফেরার আগে অবশ্যই মাটির পুতুল‚ গয়না কিনতে ভুলবেন না|
কোথায় : দেবানন্দপুর‚ শান্তিনিকেতন|
যোগাযোগ : ০৩৩২৫৫৫০২১৩/ ৯৮৩০৩৭৮৯৪৪
ঘরভাড়া : ২০০০ টাকা প্রতিদিন |

# বনলতা রিসর্ট : জঙ্গলের মাঝে হরিণদের সঙ্গে যদি সময় কাটাতে চান‚ তা হলে বনলতা রিসর্ট আপনার জন্য আদর্শ| বাঁকুড়ার জয়পুর জঙ্গলে রিসর্টের অবস্থান হলেও নাগরিক জীবনের সবরকম আরাম স্বাচ্ছন্দ্য পাবেন সেখানে| শাল‚ পিঁয়ালের তলায় বসে ভালই সময় কাটবে আপনার|
কোথায় : জয়পুর‚ বাঁকুড়া|
যোগাযোগ : ৯৭৩২১১১৭০৬
ঘরভাড়া : প্রতিদিন ২,২৪০ টাকা থেকে আরম্ভ

# পলাশবাড়ি : নাম শুনেই নিশ্চই আন্দাজ করতে পারছেন? এই রিসর্ট হাজারখানেক পলাশ গাছে ঘেরা| যাওয়ার আদর্শ সময় হল শীতের শেষে বা বসন্তকালে| চারিদিক তখন আগুনরঙা পলাশের সমারহ দেখে মনে হবে আপনি স্বপ্নরাজ্যে বিচরণ করছেন|
কোথায় : বরন্তি‚ পুরুলিয়া|
যোগাযোগ : ৯০৫১৬১৬০১২‚ কলকাতার অফিসের ঠিকানা : ভি আই পি এনক্লেভ‚ ব্লক A/1, কাজি নজরুল ইসলাম সরণি |
ঘরভাড়া : ৮০০ টাকা প্রতিদিন |

# বেলুন : মাছ‚ পরিযায়ী পাখির ভিড়ে দিন কাটাতে চান? তা হলে দিব্যি ঘুরে আসতে পারেন বর্ধমানের শহরতলীর এই রিসর্টে| বর্ধমানের কেতুগ্রামে অবস্থিত বেলুন রিসর্ট| নদীর ধারে পিকনিক হোক বা গ্রামে ঘুরে ঘুরে ছবি তোলা সব কিছুর ব্যাবস্থা আছে|
কোথায় : কেতুগ্রাম‚ বর্ধমান|
যোগাযোগ : ৭০০৩১০৯৫০৪
ঘরভাড়া : ঘরভাড়া প্রতিদিন ২.২৫০ টাকা থেকে শুরু
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
One Response
খুব সুন্দর । আমার বাড়িও বাঁকুড়াতে । আমার ট্রাভেল করতে খুব ভালো লাগে । আমি মেজিয়াতে থাকি