শাড়ি। এর থেকে বৈচিত্র্যময় এবং বহুমুখী পোশাক বোধহয় আর দ্বিতীয় নেই। এক দিকে সে আটপৌরে, অন্য দিকে আবার দারুণ গ্ল্যামারস। বারো হাতের মায়া এমনই যে আট থেকে আশি সকলের কাছেই এর আবেদন চিরন্তন। ভাবুন না, সরস্বতী পুজো কি শাড়ি ছাড়া ভাবা যায়? কিংবা বিয়েবাড়ি? আর শাড়ির রকমফেরও তো নেহাত কম নয়। কখনও জমি জুড়ে সুতোর কাজ তো কখনও প্রিন্টের নকশা। এক এক শাড়ির এক এক রকম রং, রূপ। সেই তালিকায় সংযোজন হয়েছে আর এক নাম—রাফল শাড়ি। রাফল ড্রেসের নয়া সংস্করণ বলতে পারেন। ছোট পর্দা থেকে বড় পর্দার নায়িকা, সবাই মজেছেন এই নয়া ট্রেন্ডে। এ বার পুজোয় আপনারাও বেছে নিতে পারেন রাফল শাড়ি আর তৈরি করতে পারেন অনন্য স্টাইল স্টেটমেন্ট। আমরা সাজিয়ে দিলাম লুকবুক। আপনার পছন্দ বেছে নিন।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পেজলি প্রিন্টেড রাফল শাড়ির সঙ্গে আলিয়া ভট্ট পরেছেন ওয়ান শোল্ডার ব্লাউড ও স্টেটমেন্ট ইয়ারিং।

অভিনেত্রী সোনম কপূরের বেজ টিয়ার্ড রাফল শাড়িটি ডিজাইন করেছেন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা। কান ফিল্ম ফেস্টিভালে প্রেস কনফারেন্সে সোনম বেছেছিলেন এই লুক। সুহানি পিট্টি-র ইয়ারিং দারুণ মানিয়েছে এই শাড়ির সঙ্গে।

জ্যাকলিন ফার্নান্ডেজের সাদা রাফল শাড়িটির কারিগরও আবু জানি ও সন্দীপ খোসলা। ক্রস ডিজাইন সিক্যুইন ব্লাউজের যোগ্য সঙ্গত।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা হলুদ রাফল শাড়ি মেঘলা দিনেও মন ভাল করে দিতে পারে। সঙ্গে স্টেটমেন্ট ইয়ারিং। অভিনেত্রী দীপিকা পাডুকোনে ফ্যাশন চয়েসের তারিফ তো করতেই হয়।

অভিনেত্রী ইয়ামি গৌতম পরেছেন ডিজাইনার অর্পিতা মেহতার ডিজাইন করা কমলা স্ট্রাইপড জর্জেট রাফল শাড়ি। টিউব ব্লাউজে সাহসী সাজ।