Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

নতুন কায়দায় শাড়ি পরে পুজোয় হয়ে উঠুন নজরকাড়া

শাম্ভবী কবি

সেপ্টেম্বর ২০, ২০১৯

Bookmark (0)
Please login to bookmark Close

দুর্গাপুজো তো দরজায় কড়া নাড়ছে‚আপনাদের শপিং নিশ্চয় শেষের দিকে? মোটামুটি সব মহিলারাই নিশ্চয় গোটা কয়েক শাড়ি কিনেছেন? আসলে দুর্গা পুজো শাড়ি ছাড়া একেবারেই অসম্পূর্ণ‚ তাই না? কিন্তু সব সময় সেই একই ভাবে শাড়ি পরা খুব এক ঘেয়ে হয়ে যায়| তাই আজ রইলো কয়েকটা রকম ফের যা বি-টাউনের অভিনেত্রীদের পরতে দেখা গেছে| অবশ্য যারা শাড়ি পরতে পছন্দ করেন না তাদের জন্যেও রইলো কিছু টিপস|

আমরা লাল পাড় সাদা শাড়ি তুলে রাখি দশমীর জন্য| কিন্তু এই বছর নামী ফ্যাশন ডিজাইনারা বলছেন লাল পাড় শাড়ি সপ্তমী‚ অষ্টমী বা নবমীর সকালে যে কোনোদিন অনায়াসে পরতে পারেন| সিল্ক বা তাঁতের লাল পাড় শাড়ি সব কিছুতেই ভালো মানায়| তবে অবশ্যই এর সঙ্গে মানামসই সোনার গয়না পরুন| এবং কপালে লাল টিপ কিন্তু মাস্ট| বা করিনার মত মাথায় লাগিয়ে নিন জুঁই ফুলের মালা

অষ্টমীর রাতে যদি সিল্কের শাড়ি পরার কথা ভেবে থাকেন, তাহলে এই কায়দাটি ব্যবহার করে দেখতে পারেন। গুজরাটি শাড়ি পরার একটি ধরণ এটি। যেরকম ভাবে আমরা শাড়ি পরি সেভাবেই প্রথমে পরে নিন। প্লিট সামনে করে। তার সঙ্গে শাড়ির আঁচলও বাঁদিক থেকে ডানদিকে এনে ‘V’-  এর মত আকারে এনে সেফটি পিন লাগিয়ে নিন। এইভাবে শাড়ি পরাকে রাজরাণী কায়দায় শাড়ি পরা বলা হয়।

অবাঙালি মহিলাদের মধ্যে লেহঙ্গা খুব জনপ্রিয় হলেও বাঙালিদের মধ্যে এই পোশাক পরার খুব একটা প্রচলন নেই| কিন্তু বেশ কিছু বিখ্যাত ডিজাইনার মনে করেন এই বছর পুজোয় স্বচ্ছেন্দেই লেহেঙ্গা পরতে পারেন| একটু অন্য ধরনের পোশাক পরাও হবে আবার যারা শাড়ি পরতে পছন্দ করেন না তাদের জন্যেও ভাল হবে| তবে ডিজাইনার তরুণ তহলানি জানিয়েছেন লেহঙ্গার সঙ্গে কপালে একটা বড় লাল টিপ পরুন| আর চুল সাইড পার্টিং করে আঁচড়ান| এছাড়াও আনারকলির সঙ্গেও এই লুক ট্রাই করতে পারেন|

কলকাতার চার থেকে সাত এর দশক অব্দি নাইট লাইফ বিখ্যাত ছিল| সেই ভুলে যাওয়া সময়কে আবার ফিরিয়ে আনতে পারেন এই পুজোয়| ছোট ঘটি হাতা ব্লাউজ এবং একটু উজ্জ্বল রঙের শিফন শাড়ি| আর সঙ্গে মাথার খোপায় লাগান একটা লাল গোলাপ| ব্যস এতেই দেখবেন সব দৃষ্টি থাকবে আপনার ওপরেই|

এই বছর ফ্লোরাল প্রিন্ট শাড়ি খুব ইন থিং|ফ্লোরাল প্রিন্ট পরলে আপনাকে একইসঙ্গে মিষ্টি আর অভিজাত দেখাবে| তবে বড়ো ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরলে চেষ্টা করুন সলিড কালারের ব্লাউজ় আর অ্যাকসেসরিজ় বেছে নিতে, তা না হলে লুকটা একটু ‘ওভার দ্য টপ’ হয়ে যাওয়ার আশঙ্কা আছে৷

Picture of শাম্ভবী কবি

শাম্ভবী কবি

Picture of শাম্ভবী কবি

শাম্ভবী কবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস