বলছি চুপি চুপি,
গুপ্তিপাড়ার গুপি
খিদে পেলেই ডিগবাজি খায়,
মাথায় দিয়ে টুপি।
দুঃখ হলে মনে –
দাঁড়িয়ে ঈশান কোণে,
চশমা এঁটে নাকের ডগায়
শূন্যে তারা গোনে।
আবার খুশি হলে
কানটি নিজের মলে
দুপুর রোদে টানিয়ে দড়ি
উপুড় হয়ে ঝোলে।
হয় যদি রাগ তার
বন্ধ করে দ্বার –
কুজ্ঝটিকা বানান করে
সাতশো সাতাশ বার।
গুপির মতো ছেলে
ভাগ্য করে মেলে,
শিকেয় তুলে রাখব তাকে
হাতের কাছে পেলে।
ভূগোলের অধ্যাপিকা। ছোটবেলা থেকেই আঁকা-লেখার সৃজনশীল জগতে আনন্দ খুঁজে পান। ২০১৯ সালে প্রকাশিত হয়েছে প্রথম বই "দাড়িওয়ালা বুড়োটার"। এডওয়ার্ড লিয়রের ননসেন্স লিমেরিক ও ছড়ার বাংলা রূপান্তরের এই সংকলনের অলংকরণও তাঁর নিজের করা।
5 Responses
শিল্পবোধ ও মেধার যুগ্ম সৃষ্টি
Excellent.
অনেকদিন পর বাংলা ছবি ও ছড়ার স্বাদ পেলাম। ছোটদের জন্য লেখা র সংখ্যা এত কম, তার মধ্যে আপনার লেখা মরুভূমি তে মরুদ্যান।
অনবদ্য । অনেকদিন পর ছোটদের ছবি ও ছড়ার স্বাদ পেলাম । ধন্যববাদ লেখিকাকে। এ যেন মরুভূমি তে মরুদ্যান।
Khub bhalo laaglo Paramitadi…